দলিল কাকে বলে
সাধারন ভাবে দলিল বলতে কোনো লিখিত বিবারণ যাহা আইনগত সাক্ষ্য হিসাবে গ্রহনযোগ্য । পরিভাষায় রেজিষ্ট্রেশনের বিধান মোতাবেক কোনো লিখিত ডকুমেন্ট যাহা নির্দৃষ্ট বিধিমালা মোতাবেক সম্পাদন হয়ে থাকে তাকে দলিল বলা হয় । আমরা দলিল বলতে শুধু জমির দলিলকে বূঝি কিন্তু আসলে দলিল বলতে বিধিমালা মোতাবেক সকল প্রকারের লিখিত পরিপত্র
যেমন:
জমি ক্রয়-বিক্রয়ের দলিল
মামলার আদেশের রায়
ব্যাংক চেক
চুক্তি পত্র
বিধিমালা মোতাবেক লিখিত পরিপত্র ইত্যাদী
সাধারণ অর্থে : দলিল হচ্ছে কোনো চুক্তি বা লেনদেনের লিখিত এবং সর্বগ্রহণীয় রুপ । জমির ক্ষেত্রে জমির মালিকানা প্রমানের লিখিত স্বাক্ষ্যই দলিল – সাক্ষ্য আইন 1872 এর 3 নাং ধারা অনুযায়ী দলিল বলতে বুঝায় কোন পদার্থের কোন অক্ষর বা সংখ্যা অথবা চিহ্নের সাহায্যে ব্যাবহার হলে তাকে দলিল বলা হয় ।
মৌজা ম্যাপ সংগ্রহসহ সকল ধরনের সার্ভে যন্ত্রপাতি সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করন: ফোন করার সমায় রাত 10.30 মিনিট থেকে 11.30 মিনিট এর মধ্যে ।