মৌজা ম্যাপে খাল এবং নদী অঙ্কনের পদ্ধতি:
নকশায় মৌজার সীমানায় খাল / নদী অঙ্ককনের পদ্ধতি: যদি দুইটা মৌজার মাঝখানে একটি খালের দ্বারা আবদ্ধ হয় – তাহলে উক্ত খালের নকশা অঙ্কনের পদ্ধতি হলো –
(ক): যদি খালের প্রস্থ ৩ চেইন এর কম হয় তথা: ১৯৮ ফুট এর কম হয়। তাহলে উভায় মৌজার আমিনগন খালের দুই পাড় নকশায় অঙ্কন করবেন। এবং উক্ত খালটি ট্রাভার্স শীটের অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা তা বিবেচনায় আনার প্রয়োজন নায় ।
(খ): পক্ষান্তরে যদি খালের প্রস্থ তিন চেইন এর বেশি হয় – তবে যে মৌজার নকশার মধ্যে খালটি পড়ে উক্ত মৌজার নকশায় খালের উভয় পাড় অঙ্কন করতে হবে । পার্শবর্তী মৌজার আমিনগন কেবলমাত্র নিকটস্থ একটা পাড় নকশায় অঙ্কন করবেন।
(গ): নদীটি যদি এতই বড় হয় যে উভয় সাইটের নকশায় অঙ্কন করা সম্ভব নয় । তাহলে প্রত্যেক মৌজার আমিনগন তার নিজ নিজ সাইটের নদীর পাড় নকশায় অঙ্কন করবেন।
মৌজা ম্যাপ সংগ্রহসহ সকল ধরনের সার্ভে যন্ত্রপাতি সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করন: ফোন করার সমায় রাত 10.30 মিনিট থেকে 11.30 মিনিট এর মধ্যে ।