শিকল জরিপে পিন ব্যাবহারের প্রয়োজনীয়তা
পিন: জরিপ কাজের চেইন দিয়ে পরিমাপ করার সময় চেইনের দূরত্বকে চিহ্নিত করার জন্য সেখানে ব্যবহার করা হয় পিন বা অ্যারো – যেটার দৈর্ঘ্য দেড় ফুট মত হয়ে থাকে। শিকল দিয়ে পরিমাপ করার সময় এই ১০ টি পিন অগ্রগামীর হাতে থাকে। অগ্রগামী চেনের দৈর্ঘ্য নেওয়ার পরের নির্দিষ্ট স্থানে পিন পুতে দেয় এবং অনুগামী ওই পিন সংগ্রহ করে আবার সংগ্রহ করে এক সাথে ১০ পিন সংগ্রহ করা শেষ হলে মোট দৈর্ঘ্যটা লিপিবদ্ধ করে ।এভাবে যখন অগ্রগামের হাতের ১০ টা পিন যখন শেষ হয়ে যায় এবং অনুগামী হাতে যখন দশটা পিন যখন সংগ্রহ করেন তখন তাদের পরিমাপকৃত দৈর্ঘ্য দশটি 100×10=1000 লিংক হিসেবে প্রমাণিত হয়।
ভূমি জরিপের নীতিমালা সমূহ্য
সার্ভে যন্ত্রপাতির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাং:01721687877 ফোন করুন রাত 10.30 মিনিট থেকে 11.30 এ মধ্যে ।