ভূমি জরিপ কার্মকর্তাদের কাজের তালিকা

ভূমি জরিপ কার্মকর্তাদের কাজের তালিকা:

ভূমি জরিপ কার্মকর্তাদের কাজকে তিন ভাগে ভাগ করা হয়েছে:

ক-সরাজমিনের কাজ:   সরাজমিনের সকল ধরনের কাজ এই স্তরে করতে হয়

খ-দাপ্তরিক / অফিসিয়াল কাজ: দাপ্তরিকের সকল কাজ এই স্তারে করতে হয়

গ-যান্ত্রিক কাজ: যান্ত্রিকের কাজ এই বিষয় টা সকল স্তরে মাথায় রাখতে হয় – যান্ত্রিকের সঠিক ব্যাবহার হচ্ছে কিনা ।

(ক) এর সংজ্ঞাঃ সরাজমিনের কাজ হচ্ছে আমাদের অভিজ্ঞতা এবং কৌশল যাহার ভিত্তিতে আমরা জরিপ কাজ করি।

(খ) এর সংজ্ঞাঃ আমাদের সরাজমিনের কাজকে রেকর্ডভূক্ত (ডকুমেন্ট) করার জন্য যে প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষনসহ নকশা/ম্যাপ এবং খতিয়ান তৈরীর কাজ করা হয় ।

উদাঃ কম্পিউটার টাইপিং – নকশা /ম্যাপ অঙ্কন – খতিয়ান লিখন –খতিয়ান প্রিন্ট – বালাম বই লিখন ইত্যাদী ।

(গ) এর সংজ্ঞাঃ

যান্ত্রিক কাজ বলতে আমরা সরাজমিনে যে সকল যন্ত্র ব্যাবহার করি তাহা সঠিকভাবে কাজ করছে কিনা তাহা যাচায় করাই হলো যান্ত্রিক কাজ ।

ismail land survey

ভূমি জরিপের নীতিমালা সমূহ্য

মৌজা ম্যাপ সংগ্রহসহ সকল ধরনের সার্ভে যন্ত্রপাতি সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করন: ফোন করার সমায় রাত 10.30 মিনিট থেকে 11.30 মিনিট এর মধ্যে ।

error: Content is protected !!