হিন্দু আমল:
কালের দীর্ঘ পরিক্রমায় যিশুখ্যিষ্ট্রের কয়েকশত বছর আগে উত্তর-পশ্চিম এশিয়া হতে আর্যগন উত্তর ও মধ্য ভারতে প্রবেশ করলে ঐ অংশের অনার্য হিন্দু (দ্রাবিড় নামে পরিচিত) ভারতের দক্ষিনাঅঞ্চলে এবং বাংলাদের পূর্বাঅঞ্চালে আসে । প্রাচীন অদীবাসিদের চেয়ে এদের চাষাবাদের অভিজ্ঞতা বেশী থাকায় এদের গোত্রপ্রধানের নির্দেশ মোতাবেক বনজঙ্গল পরিস্কার করে তারা চাষাবাদের জন্য জমি তৈরী করে নিতো ।তখনকার যুগে যে গষ্ঠী যে সকল বনাঞ্চল পরিস্কার করে চাষাবাদ করতো সে গোষ্ঠী উক্ত জমির মালিকানা লাভ করতো । এভাবে ধিরে ধিরে ভূমি ব্যাবহোরের নিয়মতান্ত্রিকতার সূচনা ঘটে
মৌজা ম্যাপ সংগ্রহসহ সকল ধরনের সার্ভে যন্ত্রপাতি সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করন: ফোন করার সমায় রাত 10.30 মিনিট থেকে 11.30 মিনিট এর মধ্যে ।