ভূমি জরিপের সংজ্ঞা

ভূমি জরিপের সংজ্ঞা: (Land surveyor)

আমরা ভূপৃষ্টে বসবাস করি । বিভিন্ন প্রয়োজনে প্রতিনিয়তই আমরা এই ভূপৃষ্টের বিভিন্ন বিন্দু – রেখা- বস্তু-এলাকা ইত্যদির অবস্থান আমাদের জানার দরকার হয় । আর এই সকল বিষয়ে জানার জন্য প্রয়োজন হয় নকশা বা ম্যাপ । প্রযুক্তির অগ্রগতিতে খনিজ আহরণ-নবমোন্ডলের নৈসর্গিক বস্তুর অবস্থান-সামরিক বিষয় সমূহ্য-সমুদ্র ও পানি সংক্রান্ত তথ্যদি-ও ইঞ্জিনিয়ারিং   প্রকল্পের জন্য – এ ছাড়াও বিভিন্ন তথ্য জানার জন্য নকশা বা ম্যাপ আমাদের প্রয়োজন দেখা দেয় ।

জরিপের সজ্ঞাঃ যে প্রক্রিয়ার বা কোলাকৌশলের মাধ্যমে ভূ-উপরিভাগ বা ভূনিম্নস্থ বা আপেক্ষিক অবস্থান নির্ণয় করে নকশা বা ম্যাপ প্রনয়ন করা হয় তাকে জরিপ (survey) বলা হয় ।

সুতারাং: যে প্রক্রিয়ার বা কোলাকৌশলের মাধ্যমে ভূপৃষ্টের রৈখিক পরিমাপ নিয়ে কিছু বিন্দু বা রেখার মাধ্যমে আপেক্ষিক অবস্থান নির্ণয় করে নকশা বা ম্যাপ প্রণয়ণ করা হয় তাকে ভূমি জরিপ (land survey) বলা হয়।

মৌজা ম্যাপ সংগ্রহসহ সকল ধরনের সার্ভে যন্ত্রপাতি সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করন: ফোন করার সমায় রাত 10.30 মিনিট থেকে 11.30 মিনিট এর মধ্যে ।

error: Content is protected !!