ভূমি জরিপের শ্রেণি বিভাগ

ismail land surveY
ismail land surveY

জরিপের শ্রেণি বিভাগ

জরিপ কাজের প্রকৃতির উপর ভিত্তি করে জরিপের শ্রেণিকে ভাগ করা হয়:

প্রধানত জরিপ তিন প্রকার

১: ভূমি জরিপ (land survey)

২:  সামুদ্রিক জরিপ (hydrographic survey)

৩: জ্যোতিঃশাস্ত্রীয় জরিপ বা আকাশ জরিপ (Astronomical survey)

ভূমি জরিপ (land survey): আবাদি – চাষাবাদ – উপোযগী এলাকা বা পতিত এলাকা বা বনজঙ্গল – বাড়ি ঘর – ইত্যাদি আছে এমন এমন এলাকাকে ভূমি বলা হয়।

প্রথম শ্রেণি: ভূমি জরিপ (land survey)

উপজেলা / থানা এর আওতাধীন ভৌগলিক এলাকে কয়েক ভাগে ভাগ করে প্রতেকটা ভাগকে আলাদা আলাদা নাম্বার দিয়ে (জেএল নাম্বার দিয়ে) চিহ্নিত করা হয় ।

প্রতেকটা জে: এল: নাম্বারের আওতাধীন এলাকাকে মৌজা বলা হয় । রাষ্ট্রের বর্তমান আইন ও জরিপ নীতিমালা

অনুযায়ী মৌজার এলাকার ভূমির মালিকানার স্বত্বলিপি বা খতিয়ান এবং নকশা বা ম্যাপ প্রণয়নের বিস্তারিত কার্যক্রমকে ভুমি জরিপ (land survey) বলা হয়। আর এই কার্যক্রমের মাধ্যমে ভূমির মালিকগনের ভূমির মালিকানার স্বত্বলিপি বা খতিয়ান এবং ভূমির নকশা তৈরী করা হয় ।

বর্তমান বাংলাদেশে ১৮৭৫ সালের জরিপ আইন ও টেকনিক্যালরুলের নির্দেশে এবং ১৯৫৫ সালের প্রজাস্বত্ববিধিমালা এস-এস ম্যানুয়ালের বিধিবিধান ও পরর্বতীতে জারিকৃত বিধিবিধান ও নির্দেশাবলি অনুযায়ী ভূমির মালিকানার স্বত্বলিপি বা খতিয়ান এবং ভূমির নকশা তৈরী করা হয় ।

মৌজা ম্যাপ সংগ্রহসহ সকল ধরনের সার্ভে যন্ত্রপাতি সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করন: ফোন করার সমায় রাত 10.30 মিনিট থেকে 11.30 মিনিট এর মধ্যে ।

error: Content is protected !!