ভূমি জরিপের প্রয়োজনীয় কার্য্যক্রম সমূহ্য
ভূমি জরিপে সরেজমিনের প্রয়োজনীয় কার্যক্রম: ভূমি জরিপ করার সময় জরিপকারীরা সরেজমিনে কিভাবে পরিমাপ গ্রহণ করে এবং জরিপের কাজ কিভাবে শুরু করে – কিভাবে শেষ করে । একটা জরিপের কাজ সঠিকভাবে করার ক্ষেত্রে তারা কি কি ট্যেকনিক অবলম্বন করে এবং একটা জরিপ করার ক্ষেত্রে কি কি স্টেশন বিন্দু নেওয়া হয় এবং কি কি লাইন বা রেখা নিতে হয় এবং সারেজমিন থেকে নকশা কিভাবে অঙ্কন করা হয়। একটা খতিয়ান কিভাবে প্রস্তুত করা হয়। বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো ।
সরেজমিনে কাজের ধাপসমূহ:
১ বদর করা:
২ ঠিকমি লাইন নেওয়া :
৩ গোদা / অর্ধবৃত্ত:
৪ চান্দা স্টেশন :
৫ অফসেট নেওয়া:
৬ কাঠান বলতে কি বুঝায়:
৭ খাকা শীট:
৮ ইন-সিটু / চিহ্ন প্রদর্শন:
৯ থোকা লাইন নেওয়া:
১০ খসড়া :
১১ ভূমির স্বত্বলিপি তৈরী:
দ্র:ব্র: প্রতিটা ধাপের জন্য আলাদা করে বিস্তারিত ব্লগ লেখা হবে – সঙ্গে থাকুন
আমাদের কাছে সার্ভে সকল ধরনের যন্ত্রপাতি পাবেন – আপনার প্রয়োজনে যোগাযোগ করুন: 01721687877