জমি পরিমাপ পদ্ধতি

জমি পরিমাপ পদ্ধতি

 

 

 

জমি পরিমাপ শিখুন সহজ পদ্ধতিতে

এক অযুতাংশ=4.356 বর্গফুট

জমি পরিমাপ পদ্ধতি এক শতক=435.60 বর্গফুট

এক কাঠা=৭২০ বর্গফুট

এক এয়র = 1,075.93 বর্গফুট

এক বিঘা= 14374.8 বর্গফুট

এক  একর = ৪৩৫৬০ বর্গফুট

এক হেক্টর = 107,639 বর্গফুট

আয়তাকার বা চার আইল বিশিষ্ট জমির পরিমাপ করার পদ্ধতি

সুত্র;  দৈর্ঘ্য×প্রস্থ=ক্ষেত্রফল

সমাধান:  উত্তর-দক্ষিনের গড় =  a + b ÷ ২ =  দৈর্ঘ্য

পূর্ব-পশ্চিমের গড় = c + d ÷২ = প্রস্থ
দৈর্ঘ্য×প্রস্থ   = বর্গফুট ÷ 435.60= শতক

ত্রিভূজ  বা তিন আইল বিশিষ্ট জমি পরিমাপ পদ্ধতি:

সুত্র: হেরন্সের ফরমূলা:

s = (a + b + c) ÷ ২ = —ফুট (S এর মান)
এখানে s হচ্ছে অর্ধপরিসীমা

তিনকোনা বা তিন আইল বিশিষ্ট জমির পরিমাপের সূত্র:
=√ ( s ( s – a ) ( s – b ) ( s – c ) )
= √ ( ০.০০ ( ০.০০ – ০.০০ ) ( ০.০০ – ০.০০ ) ( ০.০০ – ০.০০ ) )
= √ ( ০.০০ × ০ × ০ × ০ )  (   এটাকে গুন করে রুট করলে বর্গফুট বের হবে)
= √ ০ ( বর্গফুট ÷ 435.60= শতক)

বৃত্তাকার আকৃতির জমির পরিমাপের পদ্ধতি:

সুত্র: = Πr2

ব্যাস/২ =ব্যাসার্ধ্য (ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ্য )

উধারন: ৫৮.৭৫/২ = ২৯.৩৭ ফুট

উদধারণঃ ব্যাসের মান ৫৮.৭৫÷2=২৯.৩৭ ফুট  (তাহলে ২৯.৩৭   ব্যাসার্ধ্য তথা   r এর মান)

আমরা জানি Π (পাই)= এর মান ৩.১৪১৫৯

এখানে r  = ব্যাসার্ধ্য  এর  মান  ২৯.৩৭

তাহলে সুত্র: = Πr2  অর্থাৎ: পাই×r×r=— বর্গফুট

সমাধান: Π = ৩.১৪১৫৯ ×( ২৯.৩৭)2

= ৩.১৪১৫৯ × ২৯.৩৭× ২৯.৩৭

= ২,৭০৯.৯২ বর্গফুট

= বর্গফুট÷435.60=শতক

বর্গাকার /  রুট পদ্ধতিতে জমি পরিমাপ:

এই শ্রেণীর জমির আইল চারটা বাহু  এবং কোনের মান সমান

সুত্র:  A×A = —- (বর্গফুট)

= বর্গফুট÷435.60=শতক (প্রমাণিত)

মৌজা ম্যাপ সংগ্রহসহ সকল ধরনের সার্ভে যন্ত্রপাতি সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করন: ফোন করার সমায় রাত 10.30 মিনিট থেকে 11.30 মিনিট এর মধ্যে ।

error: Content is protected !!