কানি গন্ডার সুত্রাবলি:
পূর্বেকার দিনের পরিমাপের এককের মধ্যে কানি একটা উন্নতম একক। এমাদের দেশে এমন জায়গা এখনো আছে যেখানে কানির হিসাব অকে জনপ্রিয় একটা একক । এই কানিকে সাধারণ ভাবে দুই ভাগে হয়ে থাকে । এখানে কানিতে পরিমাপ সহ কানির বিভিন্ন সুত্র নিয়ে আলোচনা করবো ।
কানির প্রকারভেদ:
কানি দুই প্রকার ১: কাচ্চাকানি = এটা সাধারণ ৪০ শতকে কানি হয়ে থাকে ।
২: সাইকানি = এটা সাধারণত ১২০/১৬০ শতকে হয়ে থাকে ।
এক নজরে কানি গন্ডার সুত্রাবলি:
এখানে কাচ্চা কানির হিসাব দেখানো হলো:
১৭২৮০ বর্গফুট = ১ কাচ্চা কানি
৭৬৮০ বর্গহাত = ১ কাচ্চা কানি
১৯৩৬ বর্গগজ = ১ কাচ্চা কানি
১৬১৯ বর্গ মিটার = ১ কাচ্চা কানি
৪০.০০০ বর্গিলিঙ্ক = ১ কাচ্চা কানি
.০৪ একর = ১ কাচ্চা কানি
সাইকানির সত্রসমূহ্য:
এখানে ১২০ শতকে সাইকানির সুত্র খোনো হলো:
৫১৮৪০ বর্গফুট = ১ সাইকানি
২৩০৪০ বর্গহাত = ১ সাইকানি
৫৮০৮ বর্গগজ = ১ সাইকানি
৪৮৫৭ বর্গ মিটার = ১ সাইকানি
১২০.০০০ বর্গিলিঙ্ক = ১ সাইকানি
০.১২ একর = ১ সাইকানি
এখানে ১৬০ শতকে সাইকানির সুত্র দেখানো হলো:
৬৯.১২০ বর্গফুট = ১ সাইকানি
৩০.৭২০ বর্গহাত = ১ সাইকানি
৭৭৪৪ বর্গগজ = ১ সাইকানি
৬৪৭৬ বর্গ মিটার = ১ সাইকানি
১৬০.০০০বর্গিলিঙ্ক = ১ সাইকানি
০.১৬ একর = ১ সাইকানি
মৌজা ম্যাপ সংগ্রহসহ সকল ধরনের সার্ভে যন্ত্রপাতি সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করন: ফোন করার সমায় রাত 10.30 মিনিট থেকে 11.30 মিনিট এর মধ্যে ।