খসড়া বলতে কি বুঝায়

ISMAIL LAND SURVEY
ISMAIL LAND SURVEY

খসড়া বলতে কি বুঝায়:

খসড়া :  এটা এক ধরনের রেজিস্টার যাহা ভূমি জরিপকারীগণ সরেজমিনে ব্যবহার করে। এটা মাঠে জরিপকালে যখন প্রাথমিকভাবে রেকর্ড প্রস্তুত করা হয় -তখন দাগের ক্রমিক নাম্বার অনুসারে -প্রতিটা দাগের মালিকের নাম- পিতার নাম- দখলদারের নাম। খতিয়ান নাম্বার -জমির শ্রেণীর -জমির পরিমাণ -ফসলের বিবরণ- কোন বসত বাড়ি থাকলে সেখানে অবস্থিত ঘরের সংখ্যা –  ইত্যাদি ইত্যাদি বিষয়ে লিখবদ্ধ করা হয়। যাহাকে বলা হয় খসড়া রেজিস্টার।  উক্ত রেজিস্টার কোন রেকর্ডের অন্তর্ভুক্ত নয়। এখন বর্তমান যেটাকে আমরা ওয়ার্কিং পর্চা বা  সূত্র পর্চা বলে থাকি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print
error: Content is protected !!