কম্পাস জরিপ (compass survey) এর সংজ্ঞা:
কম্পাসের মাধ্যমে যে সকল জরিপ করা হয় তাকে কম্পাস জরিপ বলা হয় । এই জরিপ দুই প্রকারের হয়ে থাকে ।
প্রিজমেটিক
সার্ভেকম্পাস
যে সকল কারনে কম্পাস জরিপ করা হয়
বিস্তারিত নকশা অঙ্কন – রোড সার্ভে – নদী সার্ভে -বিভিন্ন নকশার রেখা অঙ্কন – নদী/ সমূদ্রের মধ্যে জেগে উঠা বিশাল চর যেখানে নরম কাদামাটি পায়ে হেটে যাওয়া যায়না। এমন স্থানে এই জরিপ করা হয়।