শিকল জরিপের মূলনীতি:
শিকল জরিপে কোনের পরিমাপ করা যায়না তাই এই ক্ষেত্রে ঘের দেওয়া সম্ভাব নয় ।আর জ্যামিতিক ক্ষেত্রগুলোর মধ্যে শুধু মাত্র ত্রিভূজেই বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আকাবাকা জমির ক্ষেত্রফল বের করা যায় । যেহেতু শিকলের সাহায্যে শুধুমাত্র দৈর্ঘ্যের পমিাপ নেওয়া যায় । তাই শিকল জরিপে জরিপতব্য এলাকাকে সারিবদ্ধ ত্রিভূজ কাঠামোতে রুপ দেওয়া হয় । জরিপে ভূল কমানোর জন্য অবশ্যই লক্ষ রাখতে হবে ত্রিভূজ গুলো যেনো সুঠামত্রিভূজ হয় । অর্থাৎ: কোনো ত্রিভুজের কোনের মান 120 ডিগ্রি এর বেশি নয় এবং 30 ডিগ্রি এর কম নয়।
(ক) শিকল জরিপের উদ্দেশ্যে:
1) কোনো এলাকার সীমানা নির্ধারনের জন্য।
2) কোনো এলাকার ক্ষেত্রফল বের করার জন্য।
3) কোনো এলাকার নকশা তৈরীর জন্য।
4) পূর্ব জরিপের সীমানা পুনঃস্থাপনের জন্য।
5) ভূমি বন্ঠনের উদ্দেশ্যে।