থিওডোলাইট:
এটি একটি গুরুত্বপূর্ণ জরিপ সহায়ক যন্ত্র যাহাকে আমরা টোটালষ্টেশন বলে থাকি – যাহার মাধ্যমে জরিপের প্রাথমিক কাজ করা হয় । মৌজার ভূমি ও শীটের ট্রাভাস স্টেশন সমূহ এই যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়। আকাশে অবস্থিত ধ্রুবতারার সাথে কোন সৃষ্টি করে থিওডোলাইট যন্ত্রের সাহায্যে পরিমাপযোগ্য মৌজার বহির সীমানা নির্ধারণের জন্য স্টেশন চিহ্নিত করা হয়।