SA জরিপ (state acquisition survey)
ব্রিটিশ শাসনের অবশনে দেশ বিভাগের পর 1950 সালে বঙ্গীয় রাজাস্ব কমিশনারের সুপারিশগুলো পূর্ব পাকিস্থানের আইন পরিষদে আইন হিসাবে পাস হয় এ আইনটিই রাষ্ট্রীয় অধিগ্রহন ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ নামে নামকরণ করা হয় । এই আইটির ফলে জমিদারি প্রথা বিলুপ্ত হয় এবং রায়াত এবং প্রজাগন ভূমির মালিকানার স্বীকৃতি পায় । আর এই আইনের আওতায় প্রজাস্বত্ব বিধিমালা ১৯৫৪ এবং ১৯৫৫ প্রনয়োন করা হয়
প্রজাস্বত্ব বিধিমালা ১৯৫৪ এটা ভূমি ব্যাবস্থাপনা বিভাগের জন্য করা হয় ।
প্রজাস্বত্ব বিধিমালা ১৯৫৫৫ এটা ভূমি জরিপ বিভাগের জন্য করা হয় ।
রাষ্ট্রীয় অধিগ্রহন ও প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পর সরাজমিনে পরিমাপ না করে Cs জরিপের ভিত্তিতে এই জরিপ করা হয়। এই জরিপকে SA (state acquisition) এবং পাকিস্থান জরিপ ও বলা হয় (Pakistan survey) বলা হয় ।
SA জরিপের সমায় কাল: এস এ জরিপ এটা ১৯৫৬ থেকে ১৯৬৫ সাল পর্যান্ত করা হয় এই জরিপে খতিয়ান-নকশা-তৈরী করা হয় । এই জরিপে ১৯৬২ সালে সৈয়দ মোজ্জিম হোসেন তদন্ত কমিটির নিকট অনেক ভূল ভ্র্রান্তি ধরা পড়ে সেই কারনে আবার নতুন একটা জরিপ প্রনয়োন করা হয় যাকে আমরা RS জরিপ বলে থাকি ।
ভূমি জরিপের নীতিমালা সমূহ্য
মৌজা ম্যাপ সংগ্রহসহ সকল ধরনের সার্ভে যন্ত্রপাতি সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করন: ফোন করার সমায় রাত 10.30 মিনিট থেকে 11.30 মিনিট এর মধ্যে ।