ভূমি জরিপে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমল

ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমল

১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে ইংরেজদের নিকট নবাব সিরাজউদ্দৌলার পরাজয় বক্যারের যুদ্ধে মীর কাসিমের পরাজয়ের পর ১৭৬৫ সালে ইংরেজি কোম্পানি দিল্লির সম্রাটের নিকট বার্ষিক ২৬ লক্ষ টাকা প্রদানের অঙ্গিকারে বাংলা-বিহার উড়িষ্যার   রাজাস্ব আদায়ের   পূর্ন্য ক্ষমতা লাভ করেন । কোম্পানি আমলে শুরুতেই ১৭৬৩-১৭৮২   ইংরেজ নকশাবিদ ও ভারতে সার্ভোয়ার জেনারেল   মেজর জন   জেনারেল খতিয়ান ও সীমানা চিহ্ন ছাড়া নকশা তৈরী করেন। এতে বিভিন্ন জমিদারি ওবিভিন্ন মহাল এর সীমানা বিরোধ   নিষ্পত্তির তেমন কোন ফল পাওয়া যায় নায় ।  অতঃপর পর্যায়ক্রমে ১৮৪৬-১৮৭১ সালের মধ্যে গ্রামকে একক ধরে 200-300 হাত দুরে দুরে বাশের খুটি/মাটি ঢিপি তৈরী করে সিমানা চিহ্নত করা হয় । উক্ত জরিপের নামকরন   করা হয় থাক বাস্ট জরিপ নামে । এই জরিপে জমিদারি এলাকার ভূসম্পত্তির বর্ণানা, জমিদারি এলাকার বাইরের সম্পত্তির বর্ণনা, অন্যান্য তথ্যগুলো নকশায় থাকা চিহ্নের মাধ্যমে দেখানো হয় ।  এবং পাশাপাশি ১৮৪৭-১৮৭৮ সালের মধ্যে বাস্ট জরিপের তথ্য সংশোধন ও   রাজাস্ব নির্ধারনের জন্য রাজাস্ব জরিপ (revenue survey) করা হয় ।এই জরিপে যে নকশা তৈর করা হয় তাহা ৪” =সমান একমাইল স্কেলে প্রস্তুত করা হয় । এবং জমিদারি বাইরের এলাকা সরকারের নামে কালেকটরেটে খতিয়ানভূক্ত করা হয় (যাহাকে আমরা এখন ক/খাস বলে থাকি)

মৌজা ম্যাপ সংগ্রহসহ সকল ধরনের সার্ভে যন্ত্রপাতি সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করন: ফোন করার সমায় রাত 10.30 মিনিট থেকে 11.30 মিনিট এর মধ্যে ।

error: Content is protected !!