■মুসলিম আমল:
১২০১ সালে লক্ষ্মণ সেনের নিকট হতে বাংলার রাষ্ট্রীয় ক্ষমতা ইখতিযার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি দখল করেন এ শতাব্দীর শসন ক্ষমতা মুসলমানদের হাতে চলে আসে। ভারত উপমহাদেশে ইখতিযার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি প্রথম ভূমি জরিপ প্রবর্তন করেন এবং ভমি ব্যাবস্থাকে দুর্নীতিমুক্ত করার পদক্ষেপ নেন।
উৎপাদিত ফসলের একটা নির্দৃষ্ট একটা অংশ্য রাজস্ব হিসাবে নির্ধারন করেন (এই প্রথম রাজাস্ব খাজনা নির্ধারন করা হয়) এবং ভূমি জরিপের জন্য কানুনগো নিযোক্ত করেন এবং কৃষি সুদমুক্ত ঋন প্রদানের ব্যাবস্থা প্রচালন করেন। 1357-1389 সালে বাদশা সেকেন্দার শাহ ভূমি জরিপের ব্যস্থা করেন । তখন জমি পরিমাপে সেকেন্দারী গজ ব্যাবহার করা হতো ।
মৌজা ম্যাপ সংগ্রহসহ সকল ধরনের সার্ভে যন্ত্রপাতি সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করন: ফোন করার সমায় রাত 10.30 মিনিট থেকে 11.30 মিনিট এর মধ্যে ।