সাইট ভেন:
থিওডোলাইট যন্ত্র ব্যবহার করে মৌজার ট্রেভার্স বা স্টেশনসমূহ্য পি-৭০ সিটে নির্ধারণ করে রাখা হয়। কিন্তু মাঠ জরিপের সময় কোন ট্রাভাস স্টেশন মাঠে খুঁজে পাওয়া না গেলেলে সাইটের ভেন নামক যন্ত্রের সাহায্যে জ্যামিতিক নিয়মে একটি ট্রাভাস স্টেশন নির্ধারণ করা হয়। সেখানে কানুনগো এবং জরিপকারী মাঠে সাইট-ভেন ব্যবহার করে এই ট্রাভাস স্টেশন নির্ণয় করে।