শিকল জরিপের মূলনীতি

শিকল জরিপের মূলনীতি:

শিকল জরিপে কোনের পরিমাপ করা যায়না তাই এই ক্ষেত্রে ঘের দেওয়া সম্ভাব নয় ।আর জ্যামিতিক ক্ষেত্রগুলোর মধ্যে শুধু মাত্র ত্রিভূজেই বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আকাবাকা জমির ক্ষেত্রফল বের করা যায় । যেহেতু শিকলের সাহায্যে শুধুমাত্র দৈর্ঘ্যের পমিাপ নেওয়া যায় । তাই শিকল জরিপে জরিপতব্য এলাকাকে সারিবদ্ধ ত্রিভূজ কাঠামোতে রুপ দেওয়া হয় । জরিপে ভূল কমানোর জন্য অবশ্যই লক্ষ রাখতে হবে ত্রিভূজ গুলো যেনো সুঠামত্রিভূজ হয় । অর্থাৎ: কোনো ত্রিভুজের কোনের মান 120 ডিগ্রি এর বেশি নয় এবং 30 ডিগ্রি এর কম নয়।

 (ক) শিকল জরিপের উদ্দেশ্যে:

1) কোনো এলাকার সীমানা নির্ধারনের জন্য।

2) কোনো এলাকার ক্ষেত্রফল বের করার জন্য।

3) কোনো এলাকার নকশা তৈরীর জন্য।

4) পূর্ব জরিপের সীমানা পুনঃস্থাপনের জন্য।

5) ভূমি বন্ঠনের উদ্দেশ্যে।

LAND SURVEY
LAND SURVEY
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print
error: Content is protected !!