ভূমি জরিপ আইন পাশ:
ভূমির যথাযত বর্ণনা এবং ভূমির চিহ্নতকরণ এবং ভূ-সম্পত্তির নিরাপত্তা বিধান এবং ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি- এবং জমির সিমানা নির্ধারন এবং সীমানা বিরোধ নিষ্পত্তিসহ জমির নকশা তৈরী – ইত্যাদির জন্য ১৮৭৫ সালে বঙ্গীয় জরিপ আইন পাশ করা হয়।
- এর প্রথম ভাগে আছে: শিরোনাম
- দ্বিতীয় ভাগে আছে: জরিপ সম্পর্কিত
- তৃতীয় ভাগে আছে: সীমানা চিহ্ন
- চতুর্থ ভাগে আছে: খাজনা আদায়
- পঞ্চম ভাগে আছে: সীমানা বিরোধ সম্পর্কে
- যষ্ঠ ভাগে আছে: জরিপের ক্ষেত্রে বিধিমালা সমূহ্য
খাজনা আইন এর যথার্থ্য বাস্তবায়নের অভাবে প্রজা/রায়াতের মধ্যে অসস্তোষ থেকে যাওয়ায় এর নিরসনকল্পে সার্বিক দিক বিবেচনা করে যথার্থ্য সুপারিশ করার জন্য ১৮৭৯ সালে খাজনা কমিশন (রেন্ট কমিশন) গঠন করা হয় । এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে কয়েক বার সংশোধনের মাধ্যমে আগের আইন পরিবর্তন করে জমিদারি শোষণ বন্ধ করা ও কৃষকের উদ্ধত্ত পুজিতে পরিনাত করার লক্ষে ১৮৮৫ সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ করা হয় ।
ভূমি জরিপের নীতিমালা সমূহ্য
সার্ভেযন্ত্র পাতির জন্য যোগাযোগ করুন: 01721687877 অবশ্যই রাত ১০ পরে ফোন দিতে হবে –