ভূমি জরিপে বুঝরাত স্তরের কাজ

ভূমি জরিপে বুঝরাত স্তরের কাজ:

বুঝারত:  বুঝারত অর্থ বুঝিয়ে দেওয়া বুঝার স্তরে ভূমির মালিকগণকে তাদের ভূমির হিসাব বুঝিয়ে দেওয়া হয় – অর্থাৎ খানাপুরের স্তরের পর আলাদা ভাবে প্রতেক ভূমি খন্ডের ভূমির পরিমাণ কত তাহা নির্ণয় করে খতিয়ানে লেখা হয়। বুঝারত স্তরে উক্ত খসড়া খতিয়ানের একটি অনুলিপি সংশ্লিষ্ট ভূমির মালিক কে নির্ধারিত তারিখে স্থানীয়ভাবে বিতরণ করা হয়।

এই স্তরে পূর্বের জরিপে যে খতিয়ান হয়েছিল হবার পূর্ব পর্যন্ত ওই রেকর্ড বা নামজারীর মাধ্যমে হাল পর্যন্ত যেভাবে সংশোধন করে রাখা হয়েছে – সে খতিয়ান এবং বর্তমান প্রস্তুত খতিয়ানের কোন তারতম্য বা ব্যাতিক্রম হলে তাহা কি কারণে হয়েছে সে সকল ব্যাখ্যা করার প্রয়োজন হয় ।এবং কোনো ছোটখাটো ত্রুটি থাকলে তাও সংশোধন করা হয়। সরদার আমীন বুঝারতের কাজ করে থাকেন এবং তার সহকারী হিসাবে একজন বদর আমিন এবং একজন চেইনম্যান দেওয়া হয়। এই স্তরে খতিয়ান বা খসড়ার কোন পরিবর্তন করতে হলে তার সবুজ কালিতে করতে হয়।

LAND SURVEY
LAND SURVEY
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print
error: Content is protected !!