ভূমি জরিপে তসদিক স্তরের কাজ:
তসদিক: বুঝারতের স্তরের পর হলো তসদিক স্তর এই স্তরে বুঝরাতের সময় যে খসড়া খতিয়ান বিলি করা হয়েছিল তার শুদ্ধতা ও সত্যায়নের জন্য মৌজার সংশ্লিষ্ট জমির মালিকগণকে পূর্বনির্ধারিত তারিখে নির্ধারিত স্থানে উপস্থিত হইয়া খতিয়ান তসদিক করিয়ে নিতে হয়। এই স্তরের কাজ করেন একজন কানুনগো এবং উপসহকারী সেটেলমেন্ট অফিসার। কোনো মৌজার তসদিক করার পূর্বে কোন তারিখে কত নাম্বার থেকে কত নাম্বার পর্যন্ত খতিয়ান তসদিক করা হবে তা নোটিশ আকারে তসদিক ক্যাম্পে টাঙ্গিয়ে দেওয়া হয়।
সাধারণত সংশ্লিষ্ট মৌজার তথ্য স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয় বা তহসিল অফিসে স্থাপন করা হয়।
উক্ত ক্যাম্পে কর্মকর্তাগণ নির্ধারিত কাজ করেন এবং প্রত্যেকদিন প্রস্তুত কার্যক্রম শুরু হওয়ার পূর্বের দিনের নির্ধারিত খতিয়ানের কপি (মাঠ-পর্চা) প্রতেক ভূমির মালিকগণ তসদিক কর্মকর্তার কাছে জমা দেন । তসদিক কর্মকর্তা প্রত্যেকটি খতিয়ান পরীক্ষা করেন ও অন্যান্য রেকর্ড সমূহ্য তুলনা করেন এবং ভূমির মালিকদের দাখিলকৃত কাগজপত্র দেখে প্রয়োজনে খতিয়ান পরিবর্তন বা সংশোধন করে খতিয়ান তসদিক করেন।
খতিয়ানে কোন তথ্যগত ভুল থাকলেও এই স্তরে তা সংশোধন করা হয়। খতিয়ান বা পর্চায় এবং জমির নকশায় এই সময় স্বাক্ষর এবং অফিসিয়ালি সিল প্রদান করেন। তসদিক হওয়ার আগে খতিয়ানে কোনোপ্রকার ভূল ধরা পরলে তাহা নির্দৃষ্ট ফরমে আবেদন করতে হয় এই স্তরে কোনো প্রকার কোর্ট ফি বা টাকা লাগে না । তসদিক কর্মকর্তাগণ নির্দিষ্ট দিন ধার্য্য করিয়া উভয় পক্ষকে ডাকিয়া উভয় পক্ষের মিলিতভাবে শুনানির মাধ্যমে সেটা নিষ্পত্তি করা হয়। এবং উক্ত খতিয়ানের ভুল সংশোধন করা হয়।