ভূমি জরিপে খসড়া খতিয়ান প্রকাশ স্তরের কাজ সমূহ্য:
খসড়া খতিয়ান প্রকাশ: তসদিককৃত বা সত্যায়িত খসড়া খতিয়ান যাচ বা নিরক্ষার পর প্রজাস্বত্ব বিধিমালা ১৯৫০ এর ২৯ বিধি মোতাবেক নির্ধারিত তারিখ হতে ৩০ দিনের জন্য নির্ধারিত প্রকাশ্য স্থানের জনসাধারণের জন্য পরীক্ষা করার জন্য উন্মুক্ত রাখা হয়। এই কার্যক্রমকে বলা হয় খসড়া প্রকাশ। খসড়া প্রকাশনের পূর্বে খতিয়ান গুলো সাজানো হয় এবং খতিয়ানের নাম্বার পরিবর্তন করা হয়।
খসড়া প্রকাশনের পূর্বে যে নাম্বারটা থাকে সেটাকে বলা হয় বুঝরাত নাম্বার। এবং পরের নাম্বার কে বলা হয় ডিপি তথা ড্রাফ্টিং পাবলিকেশন নাম্বার ।
এ সময়ে ভূমির মালিকগণ প্রকাশনা ক্যাম্পে রক্ষিত খতিয়ান বা খসড়া – নকশা – ইত্যাদি দেখার সুযোগ পেয়ে থাকেন। এবং এই স্তরে কোন খতিয়ানে কোন প্রকার ভূল ধরা পড়লে সেটা ৩০ কর্ম দিবসের ভিতরে নির্ধারিত ফর্মে সরকারি ফি প্রদান করে সেটেলমেন্ট অফিসারের নিকট আপত্তি দাখিল করতে হয়।