ভূমি জরিপে যাচ স্তরের কাজ সমূহ্য:
যাচ: তসদিক স্তরের কাজ সমূহ শেষ হবার পর মৌজার তসদিকৃত খসড়া – খতিয়ান সমূহ সরকারি সেটেলমেন্ট অফিসার বা সেটেলমেন্ট অফিসারের অফিসের নিরীক্ষা করা হয় বা যাচায় করা হয়। যাচ মহরারগণ এই কাজ করেন এবং সেই মোতাবেক যাচ অফিসার তার সংশোধন করেন। এই স্তরের কাজে খতিয়ানের হাল ও সাবেক দাগ নম্বর জমির শ্রেণীর জমির পরিমাণ ইত্যাদি বিবরণ সম্বলিত – খতিয়ানের বিবরণ সঠিক আছে কিনা – জমির দাগ নাম্বার বাদ পড়ছে কিনা – তাহা যাচাই করে খতিয়ানের সভ্যতার সম্পর্কে নিশ্চিত হতে হয়।
LAND SURVEY
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print