ভূমি জরিপের স্তর সমূহ্যের মধ্যে আপিল দায়ের স্তর:
আপিল দায়ের: একটি মৌজার সকল আপত্তি নিষ্পত্তি হওয়ার পর উক্ত আপত্তি ও প্রদত্ত সিদ্ধান্তকে কেউ ক্ষুদ্ধ হলে বা ভুল হলে তিনি উক্ত সিদ্ধান্ত প্রদানের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে নির্ধারিত ফরমে ফি প্রদান করে সহকারী সেটেলমেন্ট অফিসারের কাছে আপিল দায়ের করতে পারেন। সেক্ষেত্রে
আপিল দায়ের করার সময় আপত্তি আদেশের একটি অনলিপি – আপিলের সাথে দাখিল করতে হবে উক্ত আপত্তি আদেশের সই মুহুরী নকল সংগ্রহ করার জন্য যে সময় লাগবে তা বাদ দিয়ে আগামী ৩০ দিন আপিল দায়ের করার সময় বলে বিবেচিত হবে।
প্রজাস্বত্ব বিধিমালার ৩১ বিধি মোতাবেক আপিল স্তরের কাজ শুরু হয়। কিন্তু কোন আপত্তি কেস নিষ্পত্তি হওয়ার পর ৩০ দিনের মধ্যে আপিল দায়ের করতে হয় । নির্দিষ্ট ফর্মে নির্দৃষ্ট কোর্ট-ফি লাগিয়ে আপিল দায়ের করতে হয় ।