প্লেন টেবিল:
প্লেন টেবিল: এটি একটি তিন পায়াবিশিষ্ট টেবিল – এবং এর পায়া সমূহ্যে স্ক্রুপ লাগানো থাকে যাতে করে খুব সহজে এটাকে উচা করা বা নিচু করতে সুবিধা হয়।
এবং এই টেবিলের ওপর পি ৭০ সিট বা ব্লুপ্রিন্ট সিট রেখে মাঠ জরিপের মাঠের কেস্তোয়ারার কাজ সম্পাদন করা হয়।
টেবিলটি সাধারণত তিন বর্গফুট পরিমাণ হয়ে থাকে প্রয়োজনে পায়া সমূহ ভাস করে সুবিধা জনক ভাবে বহন করা যায়।