পার্বত্য-চট্টগ্রাম জেলার জরিপ সমূহ্য
পার্বত্য চট্টগ্রামের জেলা সমূহের জরিপ: বাংলাদেশের পার্বত্য – রাঙ্গামাটি খাগড়াছড়ি – বন্দরবন – জেলা সমূ্হ্য পার্বত্য জেলা হিসেবে স্বীকৃত। এ জেলাসমূহ নন-রেগুলেটেড জেলা বা শাসনতান্ত্রিক নিয়ন্ত্রিত বহির্ভুত এলাকা হিসাবে গন্য । ১৯০০ সালের হিল ট্রাক রেগুলেশন ও ম্যানুয়াল মোতাবেক প্রচারিত হতো। এই জেলা সমূহ্যের ডেপুটি কমিশনারের বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন। উপজাতীয় রাজা তার সরদার বা কারবারীদের মধ্যে রাজত্ব গড়ে তুললেন। এখনো উক্ত নিয়ম চলমান রহিয়াছে।
১৮৮৫ সালের বঙ্গীয় প্রজাস্বত্ব আইন এই এলাকার প্রযোজ্য ছিল না। তাই এই জেলার সময়ে কখনো ক্যাডাস্ট্রাল জরিপ হয়নি সুতরাং এখনো এই অঞ্চলে কোন মৌজা বা ম্যাপ বা খতিয়ান প্রণয়ন হয়নি। উপজাতী ও আদি-অধিবাসীদের স্বার্থের কথা লক্ষ্য করে ১৯৮৪ সালে একটি অধ্যাদেশ জারি করে কিস্তোয়ারা জরিপের কার্যক্রম গ্রহণ করা হয় । কিন্তু এই কার্যক্রমের প্রতি ভুল ধারণা ও বিরোধিতা ও উপজাতীয় অসন্তুষ্টির কারণে সরকার জরিপ কার্যক্রম বন্ধ করেন । ১৯৮৪ সালের আগে এবং পরে পার্বত্য চট্টগ্রাম এলাকার জরিপ কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেওয়া হয় – কিন্তু তা আর বাস্তবায়ন হয়নি