ট্রাভার্স সার্ভে

ট্রাভার্স সার্ভে:

জরিপ সম্পূর্ণ করার ক্ষেত্রে এই স্তরের কার্যক্রম গ্রহণ করতে হয়। জরিপ কাজে নিয়োজিত আমিনগন প্রথম সরেজমিনের জরিপের জন্য নির্ধারিত মৌজায় সীমানার চতুর্দিকে এবং মৌজার ভিতর কয়েকটি খুঁটি স্থাপন করেন। এবং থিওডোলাইট যন্ত্রের সাহায্যে খুঁটির সমূহের কোন এবং পরস্পরের দূরত্ব মেপে কম্পিউশনের মাধ্যমে ট্রাভার্স খুটির স্থানাঙ্কের নির্ণয় করেন । এই স্থানাঙ্কের সাহায্যে পি-৭০ সিট প্রস্তুত করা হয় । এবং আমিনগন পরে এই শীটের উপরে মাঠে কেস্তোয়ারা করেন ।

অপরপক্ষে: সংশোধনী জরিপের ক্ষেত্রে সাধারণত আবার ট্রাভার্স প্রয়োজন হয় না ।

কারণ বিগত জরিপের প্রস্তুত করা মৌজা নকশার উপর ব্লুপ্রিন্টের মাধ্যমে উক্ত নকশার দাগ সমূহ অঙ্কন করা হয় । এবং মালিকানা পরিবর্তন করা হয়।

এবং উপর ভিত্তি করে পূর্বের মালিকানা বাদ দিয়ে নতুন মালিকানার নাম হালনাগাদ করে নতুন খতিয়ান প্রণয়ন করা হয়।

এবং এই সকল কাজ সরেজমিন কেস্তোয়ারার মাধ্যমে করা হয়। শুধুমাত্র মৌজা বা কোন এলাকার কোন অংশে যদি এক-তৃতীয়াংশের বেশি ভৌগোলিক পরিবর্তন সাধিত হয়। বা নতুন চর বা ভূমি জাগলে তখন ট্রাভার্স সার্ভে করার প্রয়োজন পড়ে। এভাবেই ট্রাভার্স সার্ভের কার্যক্রম সম্পন্ন করা হয়।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print
error: Content is protected !!