জরিপ কার্যক্রম ও রেকর্ড প্রণয়নের ধাপসমূহ

জরিপ কার্যক্রম ও রেকর্ড প্রণয়নের ধাপসমূহ:

 জরিপ কার্যক্রমের মাধ্যমে রেকর্ড প্রণয়নের অন্তর্ভুক্ত রয়েছে দুইটি বিষয়।

প্রথমত: জমির অবস্থান আয়তন ও শ্রেণী পরিবর্তন এবং নকশা সংশোধন করে মৌজা ভিত্তিক নতুন নকশা প্রণয়ন করা।

 দ্বিতীয়ত: জমির মালিকানা পরিমাণ ও শ্রেণীর সম্বলিত খতিয়ান প্রণয়ন করা।

 উভয় অংশ মিলে একত্রিত সত্যলিপি বা রেকর্ড অব রাইটরস্ বলা হয়। একটি ক্যাডাস্ট্রাল জরিপ কার্যক্রম বিভিন্ন স্তরের সম্পাদিত হয় ১৯৫৫ সালের প্রজাস্বত্ব বিধিমালয়ের ২৭ বিধি মোতাবেক নিম্ন বর্ণিত স্তরসমূহ অনুসরণ করে এবং ১৯৫৭ সালের জরিপ টেকনিক্যাল রুলস এর বিধি মোতাবেক প্রতিটা স্তরের জন্য নির্ধারিত পদ্ধতিতে সর্তকতার সাথে জরিপ কার্য্য সম্পন্ন করতে হয়।

LAND SURVEY
LAND SURVEY

 জরিপের সকল স্তরসমূহ:

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print
error: Content is protected !!