জরিপকারীদের সরেজমিনের কাজের শর্ত সমূহ্য

জরিপকারীদের সরেজমিনে জরিপ কাজের শর্ত সমূহ্য:

জরিপকারীদের সরেজমিনে জরিপ কাজের শর্ত সমূহ্য: জরিপ কারকদের সরেজমিনে জরিপ কাজের বিভিন্ন শর্ত ও নির্দেশনা বলি নিচে দেওয়া হলো:

১/ স্টেশনের স্থান নির্ধারণ:  সারেজমিনে জরিপকারীগণ আমিন ট্রাভার্স সার্ভেয়ার কর্তৃক স্থাপিত একটি ত্রি-সীমানার চিহ্ন থেকে তার কাজ শুরু করবে এবং কাজটি উত্তর-পশ্চিম কোণ থেকে শুরু করবে এবং দক্ষিণ পূর্ব কোণায় যেয়ে সেটা শেষ করবে।

 ২/ জরিপ লিপি লিখন পদ্ধতি: সারেজমিনে জরিপ করার সময় জরিপ লেখক তার মুখমন্ডল উত্তর-পশ্চিম কর্নারের দিক থেকে তিনি আস্তে আস্তে পর্যায়ক্রমে পিছের দিকে হাঁটতে হাঁটতে দক্ষিণ-পূর্ব কর্নারের দিকে চলে যাবে। এভাবে সমস্ত জরিপে জরিপ লিপি লিখতে হবে।তথা পিছের দিকে হাঁটতে হাঁটতে যাতে করে ডানের অংশ্য যেন বামে লেখা না হয়-এবং বামের অংশ্য যেন ডানে লেখা না হয়। সর্বসময় মনে রাখতে হবে জরিপ লেখক কখনো তিনি সামনের দিকে হাঁটবে না তিনি সর্ব সময় পিছনের দিকে হাঁটবে। জরিপ লিপি লেখক এর সর্ব সময় মনে রাখতে হবে তার যেন ডান সাইডের বস্তু বামে চলে না যায়-এবং বাম সাইডের যেন ডানে চলে না যায়। যদি ব্যাতিক্রম হয় তাহলে জরিপের গুরুত্বপূর্ণ বা বড় ধরনের ভুল হবে। যাহা ঐ জরিপকে বাতিল করতে সক্ষম হবে।

৩/ মেরব্বা স্থাপনের পদ্ধতি:   জরিপের সময় আমিনগন নকশার সংকীর্ণ এলাকা থেকে মোরব্বা কাটা শুরু করবেন যাতে কিস করার সময় ত্রুটি কম হয়। সংকীর্ণ এলাকা থেকে মোরব্বা শুরু করে যে পর্যন্ত ছোট ছোট ভূমি খণ্ড রয়েছে সে পর্যন্ত একটি করে মোরব্বা করতে হবে। যে সমস্ত ছোট আকৃতির জায়গায় মোরব্বা করার সম্ভব নয় সেখানে ত্রিভুজ করা যাবে। মোরব্বা কাটার আগে আমিনকে অবশ্যই পুরা এলাকা ঘুরে মোরব্বা লাইন নির্ধারণ করতে হবে। যাতে জরিপের কাজ সহজ এবং সুবিধাজনক হয়।

ismail land survey
ভূমি জরিপের নীতিমালা সমূহ্য
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print
error: Content is protected !!