খাকা শীট:
খাকা শীট: জরিপ দপ্তরে পি-৭০ শীটে যখন ট্রাভাস বা বহুভুজের স্টেশন গুলো একটা খাকি কালারের কাগজে অঙ্কন করে একটা খসড়া প্ল্যান তৈরি করে। তখন উক্ত খসড়া প্লান কে বলা হয় মাঠ খাকা
ইন-সিটু / চিহ্ন প্রদর্শন: ইন-সিটু বলতে সিটের অন্তর্ভুক্ত করাকে বোঝায়। কেননা জরিপ কারিগন যখন সারেজমিনে জরিপ করে তখন জরিপকৃত এলাকার বিভিন্ন চিহ্ন যে সমস্ত চিহ্ন আগামী দিনে খুঁজে পাওয়া যাবে – যেমন: পাকা বিল্ডিং – কুয়া – গাছ – ইত্যাদি বিভিন্ন চিহ্ন সমূহ্য – যাহা নকশা অঙ্কন করা হয়। আর এই অঙ্কনের প্রক্রিয়াকে বলা হয় ইন-সিটু তথা শীটের অন্তর্ভুক্ত করা।
থোকা লাইন নেওয়া: নকশায় পার্শ্ববর্তী মৌজার সাথে সীমানা দেখানোর জন্য মৌজার ত্রি-সীমানার পিলার দেখানো হয়। এই ত্রি-সীমানার চিহ্ন থেকে এক চেইন বাদ দিয়ে পাঁচ চেইন সমান একটা লাইন দেখানো হয়। যে লাইনকে বলা হয় থোকা লাইন ।