ক্যাডাস্ট্রাল সার্ভে:
এই স্তরে জরিপ কর্মীগণ ট্রাভার্স সার্ভের মাধ্যমে যে পি ৭০ সিট প্রণয়ন করেছিলো তার ওপর ভিত্তি করে এই কেস্তোয়ারা করতে হয়। প্রথমে পরিমাপ করে দেখতে হয় পি ৭০ সিটের যে ট্রাভার্স স্টেশন গুলো দেখানো হয়েছে তার সাথে সরেজমিনের স্থাপিত স্টেশন বা খুটি গুলোর দূরত্বর দিক থেকে স্কেল অনুযায়ী সমপরিমাণ অর্থাৎ ঠিক আছে কিনা তাহা দেখতে হবে। যদি সঠিক হয় – তাহলে সিটের পরিমাপ সঠিক বলে ধরে নিতে হবে।
অতঃপর: খুটির অবস্থান সমূহ্যকেকে ক্রমান্বয়ে সংযোজন ঘটিয়ে সরেজমিনে ও শীটে মৌজার একটি সীমানার কাঠামো দাঁড় করাতে হবে।
যাতে বহুভুজ তৈরি করা যায়।
এবং এই বহুভুজকে সরজমিনের শীটের সুবিধাজনকভাবে কয়েকটি মোরব্বা বা চতুর্ভুজে বিভক্ত করা হয়।
অতঃপর: বহুভুজের বাহু ও সিকমি লাইন ধরে গানটার চেইন / ফিতা / পরিমাপের যন্ত্র ধরে দিক নির্দেশনা কারি কম্পাস বা বিভিন্ন যন্ত্রপাতি বা সরঞ্জামের সাহায্যে ওই মৌজার প্রতিটি
ভূমি খন্ডকে খন্ড খন্ড করে সঠিকভাবে পরিমাপ করে ভূমির অবস্থান ও আয়তন সম্বলিত নকশা প্রণয়ন করতে হবে।
এর মাধ্যমে একটা মৌজার প্রতিটি জমির বাস্তব প্রতিনিধিত্বমূলক প্রতিছবি নকশা পাওয়া যায়- আর এ সকল কাজকেই বলা হয় কেস্তোয়ারা বা ক্যাস্ট্রাল সার্ভে।