সীমানা চিহ্ন নির্মান:
সীমানা চিহ্ন নির্মাণ: কেস্তোয়ারা সম্পূর্ণ হলে মৌজার পূর্বের নকশা অথবা পার্শ্ববর্তী মৌজার নকশার সাহায্যে সংলগ্ন তিন মৌজার সীমানার সংযোজনস্থলে ত্রিসীমানার পিলার স্থাপন করা হয় । মৌজার আয়তন খুব বড় হলে মৌজার সীমানার ভিতরেও কিছু স্থায়ী পিলার স্থাপন করতে হয় এসব পিলারের অবস্থান নকশা চিহ্নিত করতে হয়।