RS জরিপ (revisional- survey):
Rs জরিপ (revisional survey) এই জরিপের কাজ ১৯৬৫ থেকে ১৯৯০ এর মধ্যে সম্পূর্ন্য করা হয়। উক্ত জরিপ সরাজমিনে যেয়ে করা হয় যাহার কারনে এই জরিপে ভূল ভ্রান্তি অনেক কম হয়। এই জরিপের মান এত ভালো হয় যে স্বাক্ষ্য/প্রমানের ক্ষেত্রে দলিল হিসাবে সকলে এই জরিপে উপর আস্থা রাখে। RS জরিপ (revisional survey) চলমান সমায়ে পূর্বপাকিস্থান (তথা বর্তমান বাংলাদেশ) এবং ভারতের সঙ্গে যুদ্ধ সৃষ্টি হয় যদিও যুদ্ধ বেশি দিন ছিলোনা কিন্তু তার ফলে জরিপের কাজ ৩/৪ বছর বন্ধ থাকে পর্বতীতে । RS জরিপ (revisional survey) কাজ আবার শুরু করা হয়। কিন্তু দেশের অনেক জায়গায় । RS জরিপ (revisional survey) কাজ নির্দৃষ্ট সমায়ের মধ্যে সম্পূর্ন্য করা সম্ভাব হয়নি । এবং ১৯৯০ সালের পর বাংলাদেশ সরকার কর্তৃক জরিপ প্রচালিত করে যেটাকে আমরা BS জরিপ বলে থাকি। যে সকল জায়গায় আর-এস জরিপ করা সম্ভাব হয় নায় – সে সকল জায়গায় আর-এস জরিপের পরিবর্তে বি-এস জরিপ করা হয়।
LAND SURVEY