RS জরিপ (revision-survey)
RS জরিপ (provisional survey) এই জরিপের কাজ ১৯৬৫ থেকে ১৯৯০ এর মধ্যে সম্পূর্ন্য করা হয়। উক্ত জরিপ সরাজমিনে যেয়ে করা হয় যাহার কারনে এই জরিপে ভূল ভ্রান্তি অনেক কম হয়। এই জরিপের মান এত ভালো হয় যে স্বাক্ষ্য/প্রমানের ক্ষেত্রে দলিল হিসাবে সকলে এই জরিপে উপর আস্থা রাখে। RS জরিপ (revision survey) চলমান সমায়ে পূর্বপাকিস্থান (তথা বর্তমান বাংলাদেশ) এবং ভারতের সঙ্গে যুদ্ধ সৃষ্টি হয় যদিও যুদ্ধ বেশি দিন ছিলোনা কিন্তু তার ফলে জরিপের কাজ ৩/৪ বছর বন্ধ থাকে পর্বতীতে । RS জরিপ (revision survey) কাজ আবার শুরু করা হয়। কিন্তু দেশের অনেক জায়গায় । RS জরিপ (revision survey) কাজ নির্দৃষ্ট সমায়ের মধ্যে সম্পূর্ন্য করা সম্ভাব হয়নি । এবং 1990 সালের পর বাংলাদেশ সরকার কর্তৃক জরিপ প্রচালিত করে যেটাকে আমরা BS জরিপ বলে থাকি। যে সকল জায়গায় আর-এস জরিপ করা সম্ভাব হয় নায় – সে সকল জায়গায় আর-এস জরিপের পরিবর্তে বি-এস জরিপ করা হয়।
ভূমি জরিপের নীতিমালা সমূহ্য
মৌজা ম্যাপ সংগ্রহসহ সকল ধরনের সার্ভে যন্ত্রপাতি সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করন: ফোন করার সমায় রাত 10.30 মিনিট থেকে 11.30 মিনিট এর মধ্যে ।