ব্রিটিশ আমলে RENT ACT 1859 আইন পাশ
১৮৫৭ সালে গণঅন্তোষ ইংল্যান্ডে ব্রিটিশ সরকারের দৃষ্টিতে আসে এবং ১৮৫৮ সালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমল অবলুপ্ত করে সরাসরি ব্রিটিশ সরকারের অধিনে নস্ত্য হয় ।
১৮৫৯ সালে জমিদার ও প্রজারদের মাঝে সম্পর্খে উন্নয়নে (rent act 1859) আইন পাশ করা হয় ।
উক্ত আইনকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে:
ক: চিরস্থায়ী বন্দবস্তকৃত জমি হতে একই হারে খাজনা দিয়ে আসছে ভবিষ্যতে তাদের খাজনা বাড়ানো যাবেনা এবং জমি থেকে উচ্ছেদ করা যাবেনা ।
খ: ধারাবাহিকভাবে যারা বার বছর জমি ভোগদখল করে আসছে তাদের খাজনা বাড়ানো যাবেতবে সম্পাদ না বাড়লে / মুদ্রাস্ফীত না ঘটলে খাজনা বাড়ানো যাবেনা।
গ: যারা বার বছরের কম সমায় জমি ভোগদখল করে আসছে তারা অস্থিতবান রায়াত তারা জমিদারের ইচ্ছাধীন রায়াত । কারণ দর্শোনা ছাড়ায় তাদের খাজনা বাড়ানো যাবে ।
মৌজা ম্যাপ সংগ্রহসহ সকল ধরনের সার্ভে যন্ত্রপাতি সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করন: ফোন করার সমায় রাত 10.30 মিনিট থেকে 11.30 মিনিট এর মধ্যে ।