Bangladesh digital survey

BDS জরিপ – Bangladesh digital survey

দেশের প্রথম বারের মতো পরীক্ষামূলক ভাবে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম শুরু করা হয়েছে – যার নামকরণ করা হয়েছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে তথা BDS।
এই জরিপ পরীক্ষামূলকভাবে : পটুয়াখালী জেলার সদরে ইটবাড়িয়া ইউনিয়নের একটি মোজাই এই জরিপের কাজ শুরু করা হয় ৷
কেননা ১৮৫৮৮ সালে কক্সবাজার জেলার রামুরা থেকে শুরু হয় প্রথম ভূমি জরিপ যার নামকরণ করা হয় এটি শেষ হয় ১৯৪০ সালে দিনাজপুর জেলায় এরপর বিভিন্ন ধাপে ধাপে আরএস , এস-এ , সর্বশেষ বিএস , জরিপ সম্পন্ন হয় তবে এরপরও ভূমির জটিলতা কাটেনি।

চতুর্থ জেনারেশনের প্রযুক্ত ব্যবহার করে ড্রোন এর মাধ্যমে বর্তমান সরকার শুরু করতে যাচ্ছে  এই BDS জরিপ:
এই জরিপের কাজ সঠিকভাবে সম্পন্ন করা হলে আগামী ১০০ বছরের ভিতরে বাংলাদেশে আর কোন ভূমি জরিপ প্রয়োজন হবে না।
এবং এই জরিপের সকল স্তরের কার্যক্রম গুলো ডিজিটাল ভাবে করা হবে – সরেজমিন থেকে শুরু করে অফিসিয়াল পর্যন্ত এখানে প্রতিটা জমির মালিকানার যে সত্য লিপি সেটাও ডিজিটাল ভাবে তৈরি করা হবে এবং  যে নকশাটা তৈরি করা হবে সেটা গুগল স্যাটেলাইট এর মাধ্যমে সেটআপ দেওয়া থাকবে।  যাহার মাধ্যমে দেশ বিদেশে থেকেও একজন ব্যক্তি তার ভূমির বর্তমান অবস্থা খুব সহজে তিনি স্যাটেলাইট ইমেজ এর মাধ্যমে দেখতে পারবে এবং যদি কোন ব্যক্তির ভূমির শ্রেণী বা কোন পরিবর্তন ঘটে সেটাও স্যাটেলাইট ইমেজ এর মাধ্যমে সেটা বুঝতে পারবে।   যে নকশার যে বিষয়টা সেটা যে কোন ব্যক্তি google লোকেশন ম্যাপ বা গুগল স্যাটেলাইট এর মাধ্যমে সে যেকোনো জায়গায় থেকে তার জমি পরিমাপ করতে পারবে। একটা দাগের বিস্তারিত তথ্য দি তথা সাবেক থেকে শুরু করে হাল পর্যন্ত সকল তথ্য দিয়ে সেখানে পিডিএফ আকারে আপলোড করা থাকবে।  যার মাধ্যমে যে কোন ব্যক্তি বা যেকোনো জমির মালিক তাদের জমির যে কাগজপত্র সেটা খুব সহজে ভেরিফাই করতে পারবে যার কারণে বিভিন্ন বিরোধসহ অনেক কেস-মামলা  কম হবে  বলে আশা করা হচ্ছে।বাংলাদেশের মধ্যে এটায় প্রথম ডিজিটাল সার্ভে হিসাবে বিবেচিত কিন্তু এর সর্বশেষ সমায় কাল এবং বিস্তারিত তথ্য সমূহ্য এখনো বলা যাচ্ছেনা যতক্ষন এই জরিপের কাজ সম্পূর্ন্য হচ্ছে ।

ismail land survey

ভূমি জরিপের নীতিমালা সমূহ্য

মৌজা ম্যাপ সংগ্রহসহ সকল ধরনের সার্ভে যন্ত্রপাতি সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করন: ফোন করার সমায় রাত 10.30 মিনিট থেকে 11.30 মিনিট এর মধ্যে ।

error: Content is protected !!