সিকমি লাইন – Correct line

সিকমি লাইন:

ঠিকমি লাইন নেওয়া : জরিপের সময় ট্রাভাস স্টেশনসমূহ সংযোগের মাধ্যমে  বিভিন্ন বাহুর মাধ্যমে প্রস্তুত করা হয় বহুভুজ।   একটা মৌজায় যখন বহুভুজের একটা আকৃতি দেওয়া হয় – তখন উক্ত বহুভূজের মধ্যে বিভিন্ন স্থানে বিভিন্ন স্টেশন নির্ধারণ করা হয় বা তৈরি করা হয়। উক্ত বহুভুজের স্টেশন গুলো  নকশা অংকন করা হয়।  আর এই বহুভুজ থেকে তৈরি করা হয় মোরব্বা বা চতুর্ভুজ।   আর এই চতুর্ভুজ বা মোরব্বার ভিতরের অংশ পরিমাপ করার ক্ষেত্রে সেটাকে কয়েকটা ভাগে বিভক্ত করা হয় । এবং চতুর্ভুজ বা মোরব্বা বিভক্ত করার ক্ষেত্রে  দুই চেইন পর পর লাইন নেওয়া হয়  যে লাইনকে বলা হয়  সিকমি লাইন।  জরিপকারীরা  সিকমিলাইনকে তাদের ভিত্তি  মনে করে বিভিন্ন যন্ত্র ব্যবহার করে জরিপের কার্যক্রম  পরিচালনা করেন।  মোরব্বার ভিতরে যে স্টেশনগুলো নেওয়া হয় এই স্টেশনগুলো  ফাইনালি নকশায় অঙ্কন করা হয়না। এই প্রক্রিয়াটা করা হয় মূলত জরিপের ভুল-ভ্রান্তি কমানোর জন্য।

জমি পরিমাপ

জমি পরিমাপ

সার্ভে যন্ত্রপাতির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাং:01721687877 ফোন করুন রাত 10.30 মিনিট থেকে 11.30 এ মধ্যে ।

error: Content is protected !!