চান্দা স্টেশন -Chanda Station

চান্দা স্টেশন :

চান্দা স্টেশন :  সারেজমিনে জরিপকালে বহুভূজকে যখন বিভিন্ন মোরব্বা বা চতুর্ভুজে  বিভক্ত করা হয় তখন প্রত্যেকটা চতুর্ভুজ বা মোরব্বার মাঝখানে কেন্দ্রে স্টেশন তৈরি করা হয় যেটা গোলাকার ভাবে  তৈরি করা হয়।  এবং এটা কোদাল দিয়ে খনন করে মাটিতে চিহ্নিত করা হয়। যাহাকে আমরা ভূমি-জরিপের ভাষায় চান্দা স্টেশন বলে থাকি  । এই চান্দা স্টেশন বিন্দুর সাইজ ২ থেকে ৪ ফুট হয়ে থাকে। এবং এটাকে আমরা সাব-স্টেশন বা সহায়ক স্টেশন ও বলে থাকি। এই চান্দা স্টেশনটি চোখে নজরে আনার জন্য এটার ভিতরে একটা সাদা পতাকা পুতে দেওয়া হয়।  যাতে করে দূর থেকে সেটা পর্যবেক্ষণ করা যায়।  এই স্টেশন যখন নকশা অংকন করা হয় – তখন এই স্টেশন বিন্দু নকশায় আমরা দেখতে পায়না।

জরিপ বিদ্যা

জরিপ বিদ্যা

সার্ভে যন্ত্রপাতির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাং:01721687877 ফোন করুন রাত 10.30 মিনিট থেকে 11.30 এ মধ্যে ।

error: Content is protected !!