অফসেট নেওয়া-taking the offset

অফসেট নেওয়ার পদ্ধতি:

অফসেট নেওয়া:  জরিপ কর্মীগণ যখন সারেজমিনে জরিপ করে তখন সিকমি লাইন ধরে তারা পরিমাপ করে অগ্রসার হওয়ার সমায় নকশায় চিহ্নিত করা যায় এমন দীর্ঘ স্থায়ী । কোনো আলামত যদি তারা দেখতে পায়। যেমন: জমির আইল বা কোন গাছ বা কোন বিল্ডিং এমন কোন কিছু আলামত যদি তারা দেখতে পায় তাহলে সেটা নকশা অংকন বা নকশা ইঙ্গিত করার জন্য বা নকশা চিহ্নিত করার জন্য সেটার একটা অফসেট নিয়ে থাকে। এবং সেখান থেকে একটা লম্বা দূরত্ব পরিমাপ করে । এবং তাহা জরিপ লিপিতে অন্তর্ভুক্ত করে।  এবং এখান থেকে সংগ্রহ কৃত আলামত বা চিহ্ন সেটা নকশায় বিভিন্ন আলামত হিসাবে অঙ্কন করা হয়। যাতে ভবিষ্যতে সার্ভেয়ার বা আমীনগণ উক্ত জমি পরিমাপ করার ক্ষেত্রে উক্ত চিহ্ন বা নিদর্শন কাজে লাগিয়ে তাদের  জমির সীমানাটা নির্ধারণ করতে পারে।

সার্ভে যন্ত্রপাতির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাং:01721687877 ফোন করুন রাত 10.30 মিনিট থেকে 11.30 এ মধ্যে ।

error: Content is protected !!