যন্ত্রের উপর ভিত্তি করে ভূমি জরিপের প্রকারভেদ
ক: শিকল জরিপ (chain survey) এর সংজ্ঞা: যে জরিপে শিকল /টেপ দিয়ে শুধু রৈখিক পরিমাপ নেওয়া হয় কোন কোনের পরিমাপ নেওয়া হয়না এমন জরিপকে শিকল জরিপ বলা হয়।এই সকল জরিপ সকল স্থানে করা সম্ভাব হয়না। যেমনঃ নদীনালা- বনজঙ্গল – সমুদ্র – প্রাকৃতিক / কৃত্রিম প্রতিবন্ধকতার কারনে এই সকল জরিপ করা সম্ভাব হয় না।এই জরিপ মোটামুটি সমতল ভূমিতে করা হয় ।
শিকল জরিপের মূলনীতি:
শিকল জরিপে কোনের পরিমাপ করা যায়না তাই এই ক্ষেত্রে ঘের দেওয়া সম্ভাব নয় ।আর জ্যামিতিক ক্ষেত্রগুলোর মধ্যে শুধু মাত্র ত্রিভূজেই বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আকাবাকা জমির ক্ষেত্রফল বের করা যায় । যেহেতু শিকলের সাহায্যে শুধুমাত্র দৈর্ঘ্যের পমিাপ নেওয়া যায় । তাই শিকল জরিপে জরিপতব্য এলাকাকে সারিবদ্ধ ত্রিভূজ কাঠামোতে রুপ দেওয়া হয় । জরিপে ভূল কমানোর জন্য অবশ্যই লক্ষ রাখতে হবে ত্রিভূজ গুলো যেনো সুঠামত্রিভূজ হয় । অর্থাৎ: কোনো ত্রিভুজের কোনের মান 120 ডিগ্রি এর বেশি নয় এবং 30 ডিগ্রি এর কম নয়।
(ক) শিকল জরিপের উদ্দেশ্যে:
1) কোনো এলাকার সীমানা নির্ধারনের জন্য।
2) কোনো এলাকার ক্ষেত্রফল বের করার জন্য।
3) কোনো এলাকার নকশা তৈরীর জন্য।
4) পূর্ব জরিপের সীমানা পুনঃস্থাপনের জন্য।
5) ভূমি বন্ঠনের উদ্দেশ্যে।
(খ) কম্পাস জরিপ (compass survey) এর সংজ্ঞা:
কম্পাসের মাধ্যমে যে সকল জরিপ করা হয় তাকে কম্পাস জরিপ বলা হয় । এই জরিপ দুই প্রকারের হয়ে থাকে ।
প্রিজমেটিক
সার্ভেকম্পাস
যে সকল কারনে কম্পাস জরিপ করা হয়
বিস্তারিত নকশা অঙ্কন – রোড সার্ভে – নদী সার্ভে -বিভিন্ন নকশার রেখা অঙ্কন – নদী/ সমূদ্রের মধ্যে জেগে উঠা বিশাল চর যেখানে নরম কাদামাটি পায়ে হেটে যাওয়া যায়না। এমন স্থানে এই জরিপ করা হয়।
(গ) প্লেন টেবিল জরিপ (plane table survey) এর সংজ্ঞা:
প্লেন টেবিল এটা একটা লৈখিক জরিপ পদ্ধতি (graphical) । এই জরিপে প্রধান যন্ত্র হিসাবে প্লেন টেবিল ব্যাবহার করা হয় । এই জন্য এই জরিপকে প্লেন টেবিল জরিপ বলা হয় । এই জরিপ প্রতিসাম্য – সমানুপাতিক – সমান্তরাল – এই তিনটা ধারার উপর প্রতিষ্ঠিত এই প্লেন টেবিল জরিপ । এই জরিপে মাঠের কাজ এবং নকশা অঙ্কনের কাজ এক সাথে হয়ে থাকে ।
(ঘ) থিওডোলাইট জরিপ (theodolite survey) এর সংজ্ঞা :
মোনোনীত দৃশ্যমান বিন্দুর মধ্যবর্তী কোন অনুভূমিক এবং উলম্ভ তল বরাবরা পরিমাপের ক্ষেত্রে একটা নির্ভূল আলোক যন্ত্র ।
(ঙ) ট্যাকোমিটার জরিপ (tachometric survey) এর সংজ্ঞা:
ট্যাকোমিটার (tachometric): এটা একটা কোন পরিমাপক যন্ত্র যাহার সাহায্যে খুব সুক্ষ্মভাবে কোন পরিমাপ করা যায় ।
(চ) বিমান আলোক চিত্র জরিপ: (photographic survey) এর সংজ্ঞা:
বিমান আলোক চিত্র জরিপ এটা একটা photographic survey আলোকচিত্র নেওয়ার মাধ্যমে এই জরিপ করা হয় ।
জরিপের পদ্ধতির উপর ভিত্তি করে জরিপকে দুই ভাগে ভাগকরা হয়েছে
(ছ) ত্রিভূজায়ন জরিপ: যে সকল জরিপে সারিবদ্ধভাবে ত্রিভূজ অঙ্কন করা হয় তাকে ত্রিভূজায়ন জরিপ বলে ।
(জ) ঘের জরিপে: ঘের জরিপ: যে সকল জরিপ এলাকাকে ঘের অঙ্কন করা হয় তাকে ঘের জরিপ বলে ।
ভূমি জরিপের নীতিমালা সমূহ্য
মৌজা ম্যাপ সংগ্রহসহ সকল ধরনের সার্ভে যন্ত্রপাতি সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করন: ফোন করার সমায় রাত 10.30 মিনিট থেকে 11.30 মিনিট এর মধ্যে ।