ভূমি জরিপের শ্রেণি বিভাগ

ভূমি জরিপের শ্রেণি বিভাগ

ভূমি জরিপকে প্রধানত চার ভাগে ভাগ করা হয়েছে

(ক) ভূ-সংস্থানিক জরিপ (topographical survey)

(খ) কিস্তোয়ারা জরিপ (cadastral survey)

(গ) নগর জরিপ (city survey)

(ঘ) প্রকৌশল জরিপ (Engineering survey)

(ক) ভূ-সংস্থানিক জরিপ (topographical survey) এর সংজ্ঞা

ভূ-সংস্থানিক জরিপ (topographical survey) এটা জরিপতব্য এলাকার ভূপৃষ্টের অবয়ব জানার জন্য এটাতে অনুভূমিক ও উলম্বপরিমাপ গ্রহন করা হয় ।

এই সকল জরিপ হতে পারে: পাহাড়-পর্বত-নদী-নালা-  বনভূমি ইত্যাদির অবস্থান জানার জন্য।

(খ) কিস্তোয়ারা জরিপ (cadastral survey) এর সংজ্ঞা:

ভূমি বন্ঠন – সীমানা নির্ধারণ – জমি পরিমাপ – জমির পরিমান নিরুপন – ভুমি ক্রয় বিক্রয় ও হস্তান্তরের সীমানা নির্ধারণ করা । এ জরিপের বহুল ব্যাবহার দেখা যায় । এই জরিপে দাগে দাগে জমি পরিমাপ করে নকশা এবং খতিয়ান তৈরী করা হয় ।

(গ) নগর জরিপ (city survey) এর সংজ্ঞা: এই জরিপের মাধ্যমে নগরের রাস্তাঘাট – পানি সরবারহের পদ্ধতি – ও জমির সীমানা ইত্যাদি দেখানো হয় ।

 (ঘ) প্রকৌশল জরিপ (Engineering survey) এর সংজ্ঞা:

বিভিন্ন প্রকল্প স্থাপনা নির্মানের ক্ষেত্রে এই জরিপ করা হয় । এই জরিপকে আবার তিন ভাগে ভাগ করা হয় ।

১: তদন্ত জরিপ: এটা আনুমানিক ব্যায় হিসাব করার জন্য।

২:  প্রাথমিক জরিপ: এটা প্রকল্পের নির্ধারন এবং ব্যায় নির্ধারণ করা হয় ।

৩: সংস্থাপনা জরিপ: এটা প্রকল্পের প্রকৃত অবস্থান ভূমিতে সংস্থাপনের জন্য।

মৌজা ম্যাপ সংগ্রহসহ সকল ধরনের সার্ভে যন্ত্রপাতি সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করন: ফোন করার সমায় রাত 10.30 মিনিট থেকে 11.30 মিনিট এর মধ্যে ।

error: Content is protected !!