বাংলাদেশ ভূমি জরিপের প্রাচীন সভ্যতা:
মানব সভ্যতার কোন উষালগ্নে এ বঙ্গীয় ভূমিতে মানুষের আগমন ঘটে তার যথার্থ নির্ভরযোগ্য ইতিহাস প্রায় অজানা । যতদুর যানা যায় আদিকালে যখন এ অঞ্চলে মানুষের আগমন ঘটে তখন পুরো বাংলাদেশ সমদ্রে উপকূলীয় দক্ষিন অঞ্চল সমদ্রে নিমজ্জিত ছিলো । এবং দক্ষিন ও উত্তরে বনজঙ্গলে নিমজ্জিত ছিলো যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র আদিবাসী জনগষ্ঠী বসবাস করতো । তাদের জীবিকার মাধ্যমে ছিলো – জুম চাষ এবং পশু-পাখি শিখার করা । কালের পরিবর্তে এবং বংশ্যবিস্তারের সাথে সাথে তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং বনজঙ্গল পরিস্কার করে তারা ভোগদখল শুরু করে এবং সেখানে বিভিন্ন চাষাবাদের কাজ শুরু করে এ ভাবে তারা বিভিন্ন জনগষ্ঠীতে রুপান্তরিত হয় এবং সে সকল জনগষ্ঠীকে পরিচালনার জন্য একজন সমাজপতি (গোষ্ঠিপ্রধান ) তৈরী করা হতো । ঐ সমাজপতি বা গোষ্ঠিপ্রধানকে তাদের উঃপাদিত ফসলের একটা অংশ্য দিতে হতো যাকে পরবর্তিতে খাজনা নামে নামকরণ প্রচালিত করা হয় । বিপুল পরিমান জায়গা থাকার কারনে জমির মালিকানা নিয়ে তাদের কোন প্রকার চিন্তা চেতনা ছিলোনা । তাই তখনকার যুগে ভূমি ব্যাবস্থাপনার প্রশ্নই আসেনা তবু ও তারা গোষ্ঠীগত নিয়ম কানুন মেনে চলতো ।
মৌজা ম্যাপ সংগ্রহসহ সকল ধরনের সার্ভে যন্ত্রপাতি সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করন: ফোন করার সমায় রাত 10.30 মিনিট থেকে 11.30 মিনিট এর মধ্যে ।