জরিপের নীতিমালা সমূহ্য
সরাজমিনে জরিপ কাজ সম্পাদনের জন্য বিভিন্ন পরিমাপের কাজ করতে হয় । এই পরিমাপ নেওয়ার জন্য বেশ কিছু নীতি মেনে চললে জরিপ কাজ করতে সহজ হয় এবং নিখুতভাবে জরিপ কাজ করা যায় ।
বিভিন্ন সমায়ে প্রখ্যাত জ্ঞান এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই নীতিমালা গুলো দেওয়া হলো:
ক-সকল জরিপে কাজ সমস্ত হতে অংশের দিকে আসতে হবে।
খ-আসল উদ্দেশ্যের সাথে সঙ্গতি রেখে সবসমায় সবোর্ত্তম জপি পদ্ধতি নির্বাচন করতে হবে।
গ-সকল ক্ষেত্রে পরবর্তিতে যাচাইয়ের ব্যাবস্থা রাখতে হবে ।
ঘ-সবসমায় সরাজমিনের তথ্যদি নিখুত ও সতর্কতার সাথে লিখতে হবে।
জরিপের উদ্দেশ্য:
জরিপের প্রধান লক্ষ্য হলো নকশা বা ম্যাপ তৈরী করা । সাধারণ ভাবে বলা যায়: একটা জরিপের উদ্দেশ্য ঐ জরিপের চাহিদার উপর ভিত্তি করে করা হয়ে থাকে । কিন্তু সকল জরিপই করা হয় একটা প্লান বা নকশা তৈরী করার জন্য। সেটা যেকোনো ধরনের প্লান হতে পারে ।