Auto-cade স্কেল ঠিক রেখে সাইট প্লান প্রিন্ট করার পদ্ধতি:
Auto-cade স্কেল ঠিক রেখে সাইটপ্লান প্রিন্ট করার পদ্ধতি:
মনে করি আমাদের নকশার স্কেল ১৬” সমান ১ মাইল – যেহেতু আমাদের Auto-cade setup ইঞ্চিতে করা হয় সে জন্য আমাদের সব কিছু ইঞ্চিতে কনভার্ট করে নিতে হবে ।
এখন আসি মূল বিষয়ে : আমরা জানি নকশার স্কেল ১৬” সমান ১ মাইল স্কেলে ১ ইঞ্চিতে আসে ৩৩০ ফিট – এখন আমাদের প্রয়োজন যে পেইজে প্রিন্ট করবো তার সাইজ জান – অবশ্য ইঞ্চিতে হতে হবে ।
আমাদের পেইজের সাইজ হলো A4 যাহার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো: ৮.৩”×১১.৭” যাহা ইঞ্চিতে কনভার্ট করতে হবে ।
এখানে একটা বিষয় মনে রাখতে হবে আমাদের আমাদের যেমন নকশাতে ১” ইঞ্চিতে ৩৩০ ফিট আসে ঠিক তেমন করে পেইজের ইঞ্চির সাথে ৩৩০ গুন করতে হবে ।
উদারণ: A4 যাহার প্রস্থ হলো: ৮.৩×৩৩০=২৭৩৯ ইঞ্চি এবং A4 যাহার দৈর্ঘ্য হলো : ১১.৭×৩৩০=৩৮৬১ইঞ্চি
এখন আমাদের কাজ হলো:
Auto-cade একটা BOX তৈরী করতে হবে যাহার সাইজ গুলো ইঞ্চিতে দিতে হবে : A4 সাইজের জন্য দৈর্ঘ্য ৩৮৬১ ইঞ্চি প্রস্থ ২৭৩৯ ইঞ্চি
অন্য অন্য সাইজের পেইজের জন্য আপনারা এভাবে হিসাব করে নিবেন ।
নির্দৃষ্ট সাইজে BOX তৈরী হয়ে গেলে এবার আমাদের উক্ত BOX টি সাজাতে হবে – যাতে করে সুন্দর দেখা যায় ।
এখন:
BOX সাইট বর্ডার থেকে ১০০” ভিতরে আর একটা BOX তৈরী করতে হবে এবং সেটার কালার ভিন্ন কালারে দিতে হবে – অতঃপর: উপরে একটা ৫০০ ইঞ্চির BOX তৈরী করতে হবে হবে – যাহার মধ্যে লগু এবং সার্ভেয়ারদের পার্সোনাল তথ্যগুলো লেখা থাকবে– যেমন: উত্তর সীমানার লগু , সার্ভোয়ারদের নামসহ ঠিকানা , সনদ নাং , ইত্যাদি ।
এবং নিচের অংশে দৈর্ঘ্য: ২৫০ ইঞ্চির একটা BOX তৈরী করতে হবে যেখানে সিল / স্বাক্ষর থাকবে ।
অতঃপর: আপনার ctrl+p চেপে windows option যেতে হবে অতঃপর: আপনার total BOX মার্ক করতে হবে এবং স্কেলের স্থানে fixed করে দিতে হবে – অতঃপর: প্রিন্ট / pdf তৈরী ফাইল তৈরী করে নিবেন :
আপনাদের সাইট প্লানের সাইজ যদি অনেক বড় / ছোট হয়ে থাকে তাহলে BOX গুলো ছোট/ বড় করে তৈরী করবেন – আপনাদের চাহিদা অনুসারে:
এখন বিষয় হলো:
যদি অন্য স্কেলে চান তাহলে কি করতে হবে: মনে রাখবেন যে সাইজের স্কেলের নকশা নিয়ে কাজ করবেন – সে স্কেল অনুযায়ী ১” যত ফুট আসে ঠিক ততো ফুট পেইজের ইঞ্চির সাথে গুন করবেন ।
কিন্তু যদি ১৬” সমান এক মাইল স্কেলের নকশা থেখে তৈরীকৃত সাইট প্লান আপনি যে কোনো সাইজে কনভার্ট করতে চান – তাহলে যতো ইঞ্চি করতে চান তার সাথে ১৬ কে ভাগ দিলে যতো হবে ঠিক ততো গুন বড় করতে হবে ১৬ ইঞ্চির সাইট প্লানকে ।
উধারন: আমি যাচ্ছি ১৬ ইঞি।চ থেকে সাইট প্লানকে ৮০ ইঞ্চিতে নিতে সে ক্ষেত্রে ৮০÷১৬=৫ তাহলে ১৬ ইঞ্চির সাইট প্লানকে মার্ক করে স্কেল Optionযেয়ে ×৫ তাহলে আপনাদের সাইট প্লান ৮০ ইঞ্চি সমান ১ মািইল স্কেলে রুপান্তর হবে । এভাবে যে কোনো স্কেলে নিতে পারবেন ।