গোদা বা অর্ধবৃত্ত:
গোদা / অর্ধবৃত্ত: সরেজমিনে জরিপকালে জরিপের সুবিধার্থ্যে বহুভুজের ভিতর একটা ট্রাভার্স স্টেশন থেকে অন্য একটা ট্র্যাভার্স স্টেশন পর্যন্ত পরিমাপ করা হয়। এবং একটা ট্রাভার্স স্টেশন থেকে অন্য একটা ট্র্যাভার্স স্টেশন পর্যন্ত পরিমাপ করে মাটিতে একটা অর্ধবৃত্ত খনন করা হয় /তৈরী করা হয় বা কোদাল দিয়ে কাটা হয় । এবং এই অর্ধবৃত্তকে বলা হয় গোদা। এবং এই গোদার ভিতরে একটা বাসের খুঁটি গেড়ে সেখানে সাদা কাগজ লাগিয়ে একটা পতাকা তৈরি করা হয়। যাহা কিনা জরিপ কাজে ইঙ্গিত বা দর্শনপাত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাতে করে সারেজমিনে নকশা বা পি-৭০ শীট অনুযায়ী খুব সহজে জমির সীমানা চিহ্নিত করে দেওয়া যায়।
সার্ভে যন্ত্রপাতির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাং:01721687877 ফোন করুন রাত 10.30 মিনিট থেকে 11.30 এ মধ্যে ।