জ্যোতিঃশাস্ত্রীয় জরিপ / আকাশ জরিপ

জ্যোতিঃশাস্ত্রীয় জরিপ / আকাশ জরিপ (Astronomical survey) যে কোনো বিন্দুর পরম অবস্থান জানার জন্য এই জরিপ করা হয়।এতে সূর্য্ অন্যান্য স্থির নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে অবস্থান ও দিক স্থির করা হয় ।

 সামুদ্রিক জরিপ

 সামুদ্রিক জরিপ: পানি সম্বন্ধীয় জরিপে পানি সম্বন্ধীয় বিভিন্ন তথ্যদি (নৌচলাচল – সমুদ্রের পানির গড় উচ্ছতা – সমুদ্রের জোয়ার – কূলবর্তির এলাকার জরিপ – সমুদ্রের ক্ষরন ক্ষমতা সাউন্ডিং এর মাধ্যমে পানির গভীরতা নির্ণয় – এই সকল বিষয় জানার জন্য সমুদ্র জরিপ করা হয় ।

জরিপের পদ্ধতির উপর ভিত্তি করে জরিপের প্রকারভেদ

জরিপের পদ্ধতির উপর ভিত্তি করে জরিপকে দুই ভাগে ভাগকরা হয়েছে: ত্রিভূজায়ন জরিপ: যে সকল জরিপে সারিবদ্ধভাবে ত্রিভূজ অঙ্কন করা হয় তাকে ত্রিভূজায়ন জরিপ বলে । ঘের জরিপে: ঘের জরিপ: যে সকল জরিপ এলাকাকে ঘের অঙ্কন করা হয় তাকে ঘের জরিপ বলে ।

বিমান আলোক চিত্র জরিপ

বিমান আলোক চিত্র জরিপ: (photographic survey) এর সংজ্ঞা: বিমান আলোক চিত্র জরিপ এটা একটা photographic survey আলোকচিত্র নেওয়ার মাধ্যমে এই জরিপ করা হয় । জরিপের পদ্ধতির উপর ভিত্তি করে জরিপকে দুই ভাগে ভাগকরা হয়েছে ।

ট্যাকোমিটার জরিপ

ট্যাকোমিটার জরিপ (tachometric survey) এর সংজ্ঞা: ট্যাকোমিটার (tachometric): এটা একটা কোন পরিমাপক যন্ত্র যাহার সাহায্যে খুব সুক্ষ্মভাবে কোন পরিমাপ করা যায় ।  

থিওডোলাইট জরিপ

থিওডোলাইট জরিপ (theodolite survey) এর সংজ্ঞা: মোনোনীত দৃশ্যমান বিন্দুর মধ্যবর্তী কোন অনুভূমিক এবং উলম্ভ তল বরাবরা পরিমাপের ক্ষেত্রে একটা নির্ভূল আলোক যন্ত্র ।  

কম্পাস জরিপ (compass survey)

কম্পাস জরিপ (compass survey) এর সংজ্ঞা: কম্পাসের মাধ্যমে যে সকল জরিপ করা হয় তাকে কম্পাস জরিপ বলা হয় । এই জরিপ দুই প্রকারের হয়ে থাকে । প্রিজমেটিক সার্ভেকম্পাস যে সকল কারনে কম্পাস জরিপ করা হয় বিস্তারিত নকশা অঙ্কন – রোড সার্ভে – নদী সার্ভে -বিভিন্ন নকশার রেখা অঙ্কন – নদী/ সমূদ্রের মধ্যে জেগে উঠা বিশাল… Continue reading কম্পাস জরিপ (compass survey)

শিকল জরিপের মূলনীতি

শিকল জরিপের মূলনীতি: শিকল জরিপে কোনের পরিমাপ করা যায়না তাই এই ক্ষেত্রে ঘের দেওয়া সম্ভাব নয় ।আর জ্যামিতিক ক্ষেত্রগুলোর মধ্যে শুধু মাত্র ত্রিভূজেই বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আকাবাকা জমির ক্ষেত্রফল বের করা যায় । যেহেতু শিকলের সাহায্যে শুধুমাত্র দৈর্ঘ্যের পমিাপ নেওয়া যায় । তাই শিকল জরিপে জরিপতব্য এলাকাকে সারিবদ্ধ ত্রিভূজ কাঠামোতে রুপ দেওয়া হয় ।… Continue reading শিকল জরিপের মূলনীতি

যন্ত্রের উপর ভিত্তি করে ভূমি জরিপের প্রকারভেদ

যন্ত্রের উপর ভিত্তি করে ভূমি জরিপের প্রকারভেদ: ক: শিকল জরিপ (chain survey) এর সংজ্ঞা:  যে জরিপে শিকল /টেপ দিয়ে শুধু রৈখিক পরিমাপ নেওয়া হয় কোন কোনের পরিমাপ নেওয়া হয়না এমন জরিপকে শিকল জরিপ বলা হয়।এই সকল জরিপ সকল স্থানে করা সম্ভাব হয়না। যেমনঃ নদীনালা- বনজঙ্গল – সমুদ্র – প্রাকৃতিক / কৃত্রিম প্রতিবন্ধকতার কারনে এই সকল… Continue reading যন্ত্রের উপর ভিত্তি করে ভূমি জরিপের প্রকারভেদ

সামুদ্রিক জরিপের সংজ্ঞা

সামুদ্রিক জরিপের সংজ্ঞা পানি সম্বন্ধীয় জরিপে পানি সম্বন্ধীয় বিভিন্ন তথ্যদি (নৌচলাচল – সমুদ্রের পানির গড় উচ্ছতা – সমুদ্রের জোয়ার – কূলবর্তির এলাকার জরিপ –  সমুদ্রের ক্ষরন ক্ষমতা সাউন্ডিং এর মাধ্যমে পানির গভীরতা নির্ণয় – এই সকল বিষয় জানার জন্য সমুদ্র জরিপ করা হয় । তৃতীয় শ্রেণি: জ্যোতিঃশাস্ত্রীয় জরিপ / আকাশ জরিপ (Astronomical survey) যে কোনো… Continue reading সামুদ্রিক জরিপের সংজ্ঞা

error: Content is protected !!