সংশোধনীয় জরিপ / Revisional Survey Definition :
১৮৮৯ সালে সিএস জরিপ করা হয় ক্যাডাস্ট্রাল সার্ভের মাধ্যমে এবং যখন ব্রিটিশ শাসন আমল এবং জমিদারি প্রথা যখন উচ্ছেদ করা হয় – তখন এস-এ জরিপ পরিচালনা করা হয় ।এস-এ জরিপের তাৎক্ষণিক রেকর্ড সংশোধনের জন্য কিন্তু এস-এ জরিপ করার সময় কখনো প্রকার কে স্তোরা জরিপের মাধ্যমে এটা করা হয় নাই এটা সরেজমিনে না এসে এটা অফিসিয়াল ভাবে সেটেলমেন্ট অফিসে বসে রেকর্ড সংশোধনের মাধ্যমে করা হয়েছিল যার কারণে ১৯৬২ সালে মোয়াজেজে হোসেন সংগঠনের মাধ্যমে সেটা পরীক্ষা করার পর যখন দেখা গেল যে এই জরিপে জরিপের ভুলের পরিমাণ অনেক বেশি তখন তাৎক্ষণিকভাবে একটা সংশোধনীয় জরিপের কথা চিন্তা করে পরীক্ষা করে ১৯৫০ সালের জমিদারি অধিগ্রহণ ও প্রতিশব্দ আইনের ৭৯ ধারার বিধান মোতাবেক বিজ্ঞাপনের মাধ্যমে কার্যক্রম গ্রহণ করেন দেশের মোট পাঁচটি কার্যক্রম গৃহীত হয় রাজশাহী জেলায় সংশোধন সংশোধনীয় জরিপ শুরু হয় এরপর ক্রমান্বয়ে ঢাকা-চট্টগ্রাম ও কুষ্টিয়া – পাবনা জেলা সমূহ এবং সর্বশেষ ১৯৭৮ থেকে ৭৯ সালে ময়মনসিংহ জামালপুর জেলায় জরিপ কার্য শুরু হয়।
১৯৮৩ সালের রাজশাহী জেলা এবং পরবর্তী চট্টগ্রাম ও কুষ্টিয়া জেলায় জরিপ কাজের শেষ হবার পর চূড়ান্ত প্রকাশিত খতিয়ান জেলা প্রশাসকের কাছে হস্তান্তরিত হয় । বাকি তিনটা জেলায় সংশোধনীয় জরিপ দীর্ঘ সমায়। অতিক্রম হওয়ার শর্তে ও সমাপ্ত হয়নি। ২০ বছরের মধ্যেও সমগ্র দেশের সংশোধনীয় জরিপ কাজের সমাপ্ত করার ইচ্ছে থাকলেও তা সম্ভব হয়নি । এই দীর্ঘ্য বিলম্বের কারণে সরকারের অর্থ অপচায় ছাড়াও ১৫ থেকে ২০ বছরের পূর্বে মাঠ পর্যায়ে যেসব মৌজার কিছু খানাপুরি করে খতিয়ান প্রণীত হয়েছিল ।
যে জরিপ আমরা আরএস নামের চিনে থাকি এই জরিপ বিভিন্ন কারণে এই জরিপের কার্যক্রম সকল বাংলাদেশে পরিচালনা করা সম্ভব হয় নাই কেননা বিভিন্ন বাধাগ্রস্তের মধ্যে ১৯৬৯ সালের গণ আন্দোলন ১৯৭১ সালের মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক ও অস্তিত্বশীলতার কারণে এই জরিপ বিভিন্নভাবে বাঁধাগ্রস্থ হয় যার কারণে সমগ্র দেশে এই সংশোধনীয় জরিপ পরিচালনা করা সম্ভব হয় নাই। যে সমস্ত জেলার সময় জরিপ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় নাই। যে সমস্ত জেলায় এ সংশোধনীয় জরিপ করা সম্ভব হয় নাই সে সমস্ত জেলায় ১৯৯০ সালের পর সব বাংলাদেশ সরকার কর্তৃক জরিপ পরিচালনা করে যে জরিপের নামকরণ করা হয় । বি-আর-এস তথা বাংলাদেশ রিভিশনাল সার্ভে। সহজ ভাষায় সংশোধনীয় জরিপ বলতে গেলে আমরা সি-এস এর পর থেকে শুরু করে যত জরিপ আজ পর্যন্ত হয়েছে এবং হবে সবকিছু রিভিশনাল সার্ভে তথা সংশোধনীয় জরিপ । তথা একটা রেকর্ড থেকে পরবর্তী রেকর্ডে যে বিভিন্ন মালিকানা নাম সংশোধন ও বিভিন্ন তথ্য সংশোধনের মাধ্যমে এই জরিপের কার্যক্রম সম্পন্ন করা হয় । এই জন্য একটা জরিপকে মূলস্থাম্ভ বা ভিত্তি ধরে বাকি সমস্ত জরিপকে সংশোধনীয় জরিপ বলে বিবেচিত হয়।