মৌজার নকশা অঙ্কনে সীট বিভক্তি করণ পদ্ধতি:
মৌজার নকশা অঙ্কনে সীট বিভক্তি করণ পদ্ধতি: যখন কোন মৌজায় একাধিক শিট থাকে তখন উভায় শীটের একটা কমন মার্জিন নির্ধারণ করতে হবে। নকশার বর্গক্ষেত্রের বাহুর কোন সরল রেখাকে শীট মার্জিন গণ্য করা হলে ভুল করা হবে । শীট মার্জিন ট্রাভার্স স্টেশন থেকে ট্রাভার্স স্টেশন বরাবর যাবে। শীট মার্জিন অঙ্কন করার মতো যথেষ্ট সংখ্যক ট্রাভার্স যদি না থাকে তাহলে জরিপকারী ব্যেক্তি কিস্তোয়ারার মাধ্যমে শীট মার্জিন তৈরী করবে অথবা কানুনগো এবং পরিদর্শক ব্যেক্তিরা বিবেচনা করে মোরব্বা স্টেশন বা পার্শ্ববর্তী জমির আইলগুলো নির্ধারন করবে। সে অনুযায়ী উভায় নকশার আমিনগন তাহা নকশায় অঙ্কন করবেন। এবং যথাস্থানের সিট মার্টিন প্রস্তুতির জন্য ব্যবহার করতে হবে এবং মোরব্বা কোণের বিন্দুর সাথে উক্ত বিন্দু তুলনা করে দেখতে হবে যে বিন্দুটির স্থান যুক্ত হয়েছে কিনা কেবলমাত্র সম্পূর্ণ ভূমি খন্ড গুলো একটি নকশায় আঁকতে হবে ভূমিখন্ডের বেশিরভাগ অংশ্য যে সিটে সেই সীটের মার্জিন এর মধ্যে পড়বে এবং সেব ভাবে উক্ত ভূমিখন্ড সেই নকশায় আঁকতে হবে । কাজ করার জন্য যদি ট্রাভার্স পয়েন্ট নির্ধারন করার প্রয়োজন হয় কানুনগো এবং পরিদর্শক ব্যেক্তিরা ভুজ কোটির ভিত্তিতে একটা ব্লাঙ্ক নকশা অঙ্কন করে সঠিক ভাবে শীট মার্জিনের কোনো বিন্দুর আপেক্ষিক অবস্থান নির্নয় করবে এবং মোরব্বা রেখার কোনের সাথে তুলোনা করে দেখবে ।