দিয়ারা জরিপ / নদী জরিপ

দিয়ারা জরিপ/নদী জরিপ:

দিয়ারা জরিপ: দিয়ারা জরিপ হলো দরিয়া সম্পর্কিত জরিপ যাহা জেগে ওঠা নতুন ভূখণ্ড বা চর । জেলা প্রশাসকের চাহিদার ভিত্তিতে স্বীকৃতি পরিস্থিতির কারণে ভৌগলিক সীমারেখা ও সত্ব্যের পরিবর্তন হলে নদী ও সমুদ্র তীরবর্তী এলাকার নতুন জরিপ করা হয় । এ সমস্ত জরিপে নকশা ও রেকর্ড প্রস্তুত করা হয় । এটি অতি পুরাতন জরিপ এটা ক্যাডাষ্ট্রাল সার্ভে করার মাধ্যমে এই জরিপে কাজ আরম্ভ হয় । সি-এস জরিপ শুরু হয় ১৮৮৮ সালে পক্ষান্তরে দিয়ারা জরিপ শুরু হয় ১৮৬২ সালে।

 দিয়ারা জরিপে সাধারণ জরিপের জন্য প্রয়োজনীয় সকল স্তর অনুসরণ করে পরিস্থিতি উপর ভিত্তি করে ভূমির নকশা এবং খতিয়ানসহ রেকর্ড প্রস্তুত করা হয় বাংলাদেশ সেটেলমেন্ট অফিসারের নেতৃত্বে ৪ টি অফিস রয়েছে এর আওতায় বেশ কয়েকটি আঞ্চলিক অফিস ও ক্যাম্প রয়েছে যাহার মাধ্যমে সারাদেশে নির্দিষ্ট মৌজায় এই জরিপের কাজ পরিচালিত করা হয় ।

দিয়ারা জরিপের প্রধান অফিস সমূহ্য:

রাজশাহী

বরিশাল

নরসিংদী

চট্রগ্রাম

LAND SURVEY
LAND SURVEY
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print
error: Content is protected !!